বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাগঠবন্ধন থেকে বেরিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এর সঙ্গে জোটবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেছেন। এরপরেই ‘ইন্ডিয়া’ জোট নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নীতিশ কুমার। তিনি বলেছেন, বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখা হোক তিনি কখনই তা চাননি । তার পরিবর্তে অন্য নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু, শেষে ইন্ডিয়া নামই তারা মেনে নিয়েছিলেন।
বাজেট আপডেট: লক্ষ্মীবারে বাজেট পেশ, আম জনতার লক্ষ্মীলাভ হল? আয়কর নিয়ে কী বললেন নির্মলা
নীতিশ কুমার কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। ভারত জোট নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ার অভিযোগ তুলেছেন নীতিশ। তিনি বলেন, কংগ্রেস কিছুই করছে না। এমনকী আসন ভাগাভাগি নিয়েও আলোচনা করেনি। আজ অবধি কংগ্রেস কোনও সিদ্ধান্ত নেয়নি যে কে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই কারণেই আমি বিরোধী দল ছেড়ে এনডিএ–তে ফিরে এসেছি। এখন, আমি শেষ পর্যন্ত এনডিএ-তে থাকব।’ মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বিহারের পূর্ণিয়ায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় রাহুল দাবি করেছিলেন, জাতি নিয়ে সমীক্ষা চালানোর পরে নীতিশ ফাঁপরে পড়েছেন বলেই এনডিএ–র সঙ্গে জোট করছেন।
বাজেটের খবর: ভোটে জিততে কোনও চটক নয়, পূর্ণাঙ্গ বাজেটের জন্য বাকিটা রাখলেন আত্মবিশ্বাসী নির্মলা
যদিও রাহুলের দাবির প্রতিক্রিয়া জানিয়ে নীতিশ এটিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সকলেই জানে যে উদ্যোগটি শুধুমাত্র আমিই নিয়েছিলাম। এখন মানুষ কৃতিত্ব নিচ্ছে। আমরা নয়টি রাজনৈতিক দলের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়ার পরে জাতি নিয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।’ রাহুলকে নীতিশ বলেন, ‘তিনি কি ভুলে গিয়েছেন জাত ভিত্তিক সমীক্ষা চালানোর আগে আমি ৯টি রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছি। সমাবেশ থেকে জনসভা পর্যন্ত প্রতিটি ফোরামে আমি ক্রমাগত আলোচনা করেছি এবং সমাধান করেছি। লোকেরা যখন এই ধরনের মিথ্যা কথা বলতে শুরু করে তখন আর কিছুই বলার থাকে না।আগামী ১০ ফেব্রুয়ারি বিহার বিধানসভায় বাজেট অধিবেশন রয়েছে। সেখানে আস্থা ভোটও হবে। তাতে এনডিএ সহজেই উত্তীর্ণ হবে বলে তিনি জানান।উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে কোণঠাসা করতে ২৮টি বিরোধী দলকে এক ছাতার নিচে এনে জোট গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীতীশ কুমার ।