বুধবার ১ নভেম্বর ছিল ঐশ্বর্য রাই বচ্চনের ৫০তম জন্মদিন। এই বিশেষ দিনে মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে মুম্বইয়ের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখান থেকে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে আরাধ্যার প্রথম বক্তৃতা, তাও আবার নিজের মা-কে নিয়ে।
সাদা এবং গোলাপি স্যুট পরেছিলেন ঐশ্বর্য। আরাধ্যা একটি সাদা টপ এবং ডেনিম বেছে নেয়। ঐশ্বর্যর মা বৃন্দিয়া রাই পরেন একটি গোল্ডেন রঙের স্যুট। জিএসবি সেবা মন্ডলের থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান থেকেই রাই-সুন্দরী জানান, ক্যানসার রোগীদের জন্য কাজ করতে চান বিশেষভাবে। আর তাঁর এই উদ্যোগের সবচেয়ে বড় কারণ তাঁর মা। যিনি দিনকয়েক আগেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। অবশ্য এখন সেরে উঠেছেন। তবে মায়ের মতো আর যারা এই লড়াইয়ে সামিল, তাঁদের পাশে দাঁড়াতে চান অভিনেত্রী।
মায়ের উদ্দেশে আরাধ্যাকে বলতে শোনা যায়, ‘আমি অনুভব করি যে আমার প্রিয়তমা, আমার জীবন, আমার মা যা করছেন তা সত্যিই গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর।’
‘তিনি সমৃদ্ধ এবং পরিপূর্ণ। তিনি সমস্ত বিশ্বকে সাহায্য করছেন, তাঁর এই উদ্যোগ আমাদের চারপাশের সবাইকে সাহায্য করবে, মানুষকে সাহায্য করবে এবং আমি শুধু বলতে চাই, আপনি যা করছেন তা সত্যিই অবিশ্বাস্য।’, আরও বলেন আরাধ্যা। বচ্চন-কন্যার কথা শেষ হতে না হতেই হাততালিতে ফেটে পড়ে গোটা হল।
এদিন মা-মেয়েকে পাশে নিয়ে কেকও কাটেন ঐশ্বর্য। যদিও কেকের টুকরো মুখে দেননি তিনি। কারণ সেদিন স্বামী অভিষেকের জন্য করেছিলেন করবা চৌথের উপোস। এই অনুষ্ঠানের শেষে সিদ্ধি বিনায়কের মন্দিরেও যান তাঁরা পুজো দিতে।
ঐশ্বরিয়া ১৯৯৭ সালে পরিচালক মণি রত্নমের তামিল রাজনৈতিক সিনেমা ইরুভার-এর মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে দেবদাস, হাম দিল দে চুকে সনম, মহব্বতে, গুরু, যোধা আকবর, তাল এবং গুজারিশের মতো অনেক হিট সিনেমায় অভিনয় করেছেন।
ঐশ্বরিয়াকে সম্প্রতি পরিচালক মণি রত্নমের ম্যাগনাম অপাস পিরিয়ড ড্রামা ফিল্ম পোন্নিয়ান সেলভান ২-এ দেখা গিয়েছে, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। শিরোনামে আসেন প্যারিস ফ্যাশন উইক ২০২৩-এ তাঁর গ্ল্যামারাস লুকের জন্য়ও।