বাংলা নিউজ > বায়োস্কোপ > Naseeruddin Shah: ‘আকবর দীন-ই-ইলাহি নামে নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন, একদম বাজে কথা’: নাসিরুদ্দিন

Naseeruddin Shah: ‘আকবর দীন-ই-ইলাহি নামে নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন, একদম বাজে কথা’: নাসিরুদ্দিন

আকবরকে নিয়ে নতুন দাবি নাসিরুদ্দিনের

Naseeruddin Shah on Akbar: আকবরকে নিয়ে নতুন দাবি নাসিরুদ্দিনের! দীন-ই-ইলাহি নামের নতুন ধর্মের প্রবর্তন করেননি মুঘল সম্রাট, এমনই চাঞ্চল্যকর কথা শোনা গেল প্রবীণ অভিনেতার মুখে। 

দিন কয়েক আগেই মুঘল শাসকের গুনগান করতে শোনা গিয়েছিল নাসিরুদ্দিন শাহকে। এবার মুঘল ইতিহাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা। ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড (Taj – Divided by Blood) সিরিজে মুঘল সম্রাট আকবরের চরিত্রে দেখা যাবেে তাঁকে। অভিনেতা জানালেন, এই সিরিজে অভিনয়ের পর আকবর সম্পর্কে তাঁর ধারণা পালটে গিয়েছে। নাসিরুদ্দিনের কথায়, আকবরকে নিয়ে অনেক ভুল তথ্য প্রচার হয়, যার মধ্যে অন্যতম তিনি ইসলামের বাইরে হেঁটে নতুন ধর্ম ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন। অভিনেতা বলেন, ঐতিহাসিকদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন তিনি, এবং এই দাবি সর্বৈব ‘মিথ্যা’ এবং ‘বাজে কথা’। 

রোনাল্ড স্কালপেলো পরিচালিত ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে নাসিরুদ্দিন শাহ ছাড়াও যোধাবাইয়ের ভূমিকায় থাকছেন সন্ধ্যা মৃদুল, শেহজাদা সেলিমের চরিত্রে রয়েছেন আসিম গুলাটি, তাহা শাহ রয়েছেন শেহজাদা মুরাদের ভূমিকায়। অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসাবে, ধর্মেন্দ্র থাকছেন সেলিম চিস্তির ভূমিকায়। 

নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে জানান, ‘আমি ঐতিহাসিকদের সঙ্গে আলোচনা করেছি, আকবর কখনই নতুন ধর্ম প্রবর্তনের চেষ্টা করেনি। যদিও সেটা ইতিহাস বইতে লেখা হয় যা আমরা পড়েছি, সেই ধর্মের নাম দীন-ই-ইলাহি। আসল সত্যিটা হল আকবর নিজে কোনওদিন দীন-ই-ইলাহি শব্দই উচ্চারণ করেননি। তিনি বলেছেন, ওয়াদাত-ই-ইলাহি, যা বলে সর্বময় কর্তা এক ও অদ্বিতীয়। যার অর্থ তুমি যার উপাসনাই কর, যে পদ্ধতিতে কর, তুমি সেই সর্বশক্তিমানকেই পুজো করছো। তুমি কোনও পাথরকে পুজো করতে পারো বা তুমি ক্রুশবিদ্ধ কারুর উপাসনা করতে পারো অথবা কাবায় তোমার মাথা নত করতে পারো…. আসলে তুমি একজনের উপাসনা করছো। এটাই ছিল ওঁনার বিশ্বাস, এটাই আমি খুঁজে পেয়েছি'। 

নাসিরুদ্দিনের কথায়, এই ভুল তথ্যের শিকড় ছড়িয়ে রয়েছে মুঘল যুগেই। আকবরের জীবনীর রচয়িতা আবুল ফজল নাকি আকবরকে পছন্দ করতেন না, তিনিই ‘দীন-ই-ইলাহি’ শব্দ জুড়ে দিয়েছিলেন। নাসিরুদ্দিন বলেন, ‘আমি নিজের এই রিসার্চের বিষয়টি শো-এর নির্মাতাদের সঙ্গে আলোচনা করি, সৌভাগ্যক্রমে তাঁরা আমার আপত্তিগুলো মেনে নিয়েছেন।'

১০টি এপিসোডের ফ্যামিলি ড্রামা ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড’ জি ফাইভে মুক্তি পাবে আগামী ৩রা মার্চ। 

 

বন্ধ করুন