এই তো কিছুদিন আগের কথা 'এক্কাদোক্কা'তে পেটের দায়ে বাবা, কাকার চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্য়োপাধ্যায়। জনপ্রিয় অভিনেতা, প্রযোজক মন্টু বন্দ্যোপাধ্যায়ের ছেলে হয়েও উনি পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন।' এমনই এক প্রতিবেদনে বেজায় চটেছিলেন ভাস্কর পুত্র ইন্দ্রনীল। ক্ষোভ উগরে দিয়েছিলেন সোশ্য়াল মিডিয়ায়। এবার নিজের কেরিয়ার, অভিনয় দুনিয়া, নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন খোদ অভিনেতা ভাস্কর নিজেই।
ভাস্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলের ইন্দ্রনীলের রাগ প্রসঙ্গে বলেন, ‘ও বাচ্চা ছেলে তাই রেগে গিয়েছিল। ঠিকই তো আমি বাবা-কাকার চরিত্রে অভিনয় করছি। আমার তাতে দুঃখ নেই, তাই প্রতিবাদ করিনি। ছেলের খারাপ লেগেছে করেছে। বাবার জন্য বলেছে সেটা অবশ্য আমার ভালো লেগেছে।' ছেলে ইন্দ্র প্রতিষ্ঠিত হোক, সেটা তিনি চান বলে জানান ভাস্কর।
১৯৮৫ সালে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন, তবে পেশাদার অভিনেতা হিসাবে পাকাপাকি ভাবে কাজ শুরু করেন ১৯৯২ সাল থেকে। সবমিলিয়ে ৩০ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেতা ভাস্কর। শুরুটা করেছিলেন সিনেমার হাত ধরে, পাশাপাশি অবশ্য ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করেছেন। তবে আফসোস নেই ভাস্কর বন্দ্য়োপাধ্যায়ের। তাঁর কথায়, ‘একটাই জীবন, যা পেয়েছি, তাতে খুশি। অভিনয়ের তো ইচ্ছা-ই ছিল না, খেলাধুলো নিয়েই থাকতে চেয়েছিলাম, কিন্তু যেটা কপালে লেখা আছে সেটাই হয়েছে।’ তবে সিনেমা হিট হওয়া ফ্লপ হওয়া প্রসঙ্গে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের অকপট স্বীকারোক্তি ‘আমার খুব বেশি উচ্চাকাঙ্খা ছিল না, উত্তম কুমার হতে চাই নি। কোনটা হিট করবে, আর কোনটা ফ্লপ সেটা কেউ বলতে পারে না, আমার কাছ শুধু অভিনয় করে যাওয়া। তবে হিরো হিসাবে আমি সত্যিই ফ্লপ।’
আরও পড়ুন-‘পেটের দায়ে বাবা অভিনয় করছেন না! এসব কী লেখা… ’ চটলেন ভাস্কর পুত্র ইন্দ্রনীল

ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাঁর প্রথম দুটো ছবি হিট করলেও পরের গুলো ফ্লপ হয়। তবে খেলায় হার-জিৎ আছেই, তিনি এই খেলায় আউট হয়ে গিয়েছেন মানতে কোনও অসুবিধা নেই ভাস্করের। তাঁর কথায়, ‘লোকে তো আমার মুখ দেখে বিনিয়োগ করবেন না, আমার পোস্টার পড়লে হাউসফুল হয় কিনা সেটা দেখার। তবে এত কিছুর পরও দর্শক আমায় ভালোবেসেছেন।’
টলিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রভাব নিয়ে ভাস্করের সাফ বক্তব্য ভালো কাজ করলে এসব কোনও বাধা নয়। কাজটাই আসল। তিনি এসবে কোনওভাবে সমস্যায় পড়েননি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেই তৃণমূল সরকারের শুরুর দিকে মিছিলে হেঁটেছিলেন বলে জানান ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, চন্দন সেন, বাদশা মৈত্র-রা তো বামপন্থী তাঁরাও তো চুটিয়ে কাজ করছেন। তবে পাল্টিবাজদের পছন্দ নয় বলেও সাফ জানিয়ে দেন ভাস্কর বন্দ্য়োপাধ্যায়।
যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো মুম্বইয়ে গিয়ে কাজ কেন করেন নি? এ প্রসঙ্গে ভাস্কর বলেন, তাঁর কোনওদিনই মুম্বই যাওয়ার ইচ্ছা ছিল না, আর তাঁর হিন্দিও বিশেষ ভালো নয়। বয়স হয়েছে, এবার তিনি শুধু স্ত্রীকে নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াতে চান।