মেয়ের ডেঙ্গি, তাঁরও জ্বর, তাই ঠিকই করে নিয়েছিলেন এবং সকলকে ফেসবুকের মাধ্যমে জানিয়েও দিয়েছিলেন, এবছর আর জন্মদিন পালন করবেন না। জন্মদিনের ঠিক আগের রাতেই ফেসবুকের পাতায় শ্রীলেখা মিত্র লিখেছিলেন, ‘এবছর মুড নেই, দয়া করে এবার জন্মদিনে ফোন করবেন না।’ তবে জন্মদিন তো একবারই আসে, তাই অভিনেত্রী যতই' না' বলুন না কেন, অনুরাগীরা শোনেননি।
জন্মদিনের সকালে পুজোও দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জীবনের বিশেষ এই দিনে ফেসবুকের পাতায় তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সবকটিই তাঁর ছোটবেলার,পুরনো দিনের স্মৃতিমাখা। একটিতে ছোটবেলায় কোনও এক নাচের অনুষ্ঠানের, দ্বিতীয়টি ভাইয়ের সঙ্গে সমুদ্রপাড়ের, তৃতীয়টিও সাদাকালো একটি ছবি। ছবিরর ক্যাপশানে অভিনেত্রী লেখেন, ‘একসময় আমি রোগা ছিলাম, শুভ জন্মদিন।’
আরও পড়ুন-‘সারাভাই ভার্সেস সারাভাই’ ফের একসঙ্গে পুরনো হাসি -মজার সেই পরিবার, আবেগে ভাসল নেটপাড়া
আরও পড়ুন-৪৫-এই প্রয়াত কবি, গীতিকার কিংশুক চট্টপাধ্যায়, শোকের আবহ সঙ্গীতজগতে
জন্মদিনে নিজের দুই কাছের মানুষ মা-বাবা-র কথা মনে করেও পোস্ট করেছেন শ্রীলেখা। জীবনের এমন দিনে মা-বাবার কথা মনে আসবে সেটাই স্বাভাবিক। এদিকে শ্রীলেখা যতই না বলুন না কেন, তাঁর ঘনিষ্ঠ অভিনেতা ত্রম্বক রায়চৌধুরী অভিনেতার জন্য মধ্যরাতেই কেক নিয়ে হাজির হন। যে কেক দেখতে ক্ল্যাপস্টিকের মতো। আর তাতে দৃশ্য হিসাবে লেখা Happy Birthday, ডেট, ৩০.৩.২০২৩, আর কাস্টে শ্রীলেখা-র নাম। হ্যাশট্যাগে অভিনেত্রীর প্রিয় 'মাই রিলিজিয়ন অফ লাভ', সঙ্গে তাঁর প্রিয় কুকুর।
প্রসঙ্গত ১৯৭২ সালের ৩০ অগস্ট জন্ম শ্রীলেখা মিত্রর। তাই হিসেব বলছে এবার ৫০এ পা দিলেন অভিনেত্রী।
এদিকে গত ২৮ অগস্ট শ্রীলেখা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘মেয়ে তো ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি ছিল, এখন অবশ্য ছাড়া পেয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আমারও শরীর ভালো নয় গো একদম, মাথার যন্ত্রণা সহ্য করতে পারছি না’। সকলকে অনুরোধ করেছিলেন, এধরনের উপসর্গ দেখলেই যেন সকলে পরীক্ষা করে নেন। ফেসবুকে লেখেন- ‘গোটা শহর যেন অসুস্থ আর মশার কবলে সবাই। মেয়ে ডেঙ্গি আক্রান্ত, একটু একটু করে সের উঠছে। আমারও জ্বর জ্বর ভাব, সঙ্গে মাথার যন্ত্রণা। দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নিন যদি ডেঙ্গির কোনওরকম উপসর্গ থাকে’।
প্রসঙ্গত পুরসভা সূত্রে খবর, এবছর শহরে মোট ৯০০ জন ডেঙ্গি আক্রান্ত।