অভিষেক বচ্চন ও ঐশ্বর্ষ রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার বয়স দেখতে দেখতে ১২। বাবা-মায়ের মতো সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় আরাধ্যা। তাঁর নামে কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকলেও, রয়েছে বেশ কিছু ফ্যানপেজ। আর সেখান থেকে অমিতাভের নাতনির নানান মুহূর্তের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে।
গত কয়েকদিন ধরে একটা ভিডিয়ো ভাইরাল আরাধ্যার। যা খুব সম্ভবত ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ভিতরেই তোলা হয়েছে। আরাধ্যাকে দেখা গেল স্কুলের পোশাকে। হাতে গিটার। ঠোঁটে লিপস্টিক। পাশে বন্ধুরা। ভিডিয়ো শেয়ার করে লেখা হল, ‘গত মাসে স্কুলের ইভেন্ট থেকে আরাধ্যার এক ঝলক।’
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। নেটপাড়ার অধিকাংশেরই মত, ঐশ্বর্য কন্যা তারই প্রতিচ্ছবি। ঠিক যেন মায়ের মতোই সুন্দরী। মায়ের সঙ্গে কান থেকে প্যারিস, সর্বত্র তাঁর অগাধ বিচরণ।
আরাধ্যার এই ভিডিয়োতে একজন মন্তব্য করলেন, ‘পুরো ঐশ্বর্যর জেরক্স কপি। চোখ ফেরাতে পারছি না আমি।’ আরেকজন লিখলেন, ‘মায়ের সঙ্গে থাকলে তো সিরিয়াস থাকে। আজ বন্ধুদের সঙ্গে মজা করতে দেখে কী ভালো লাগছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আরাধ্যার হাসিটা নিষ্পাপ এবং চোখ দুটো খুব সুন্দর।’
ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন। সপ্তাহখানেক আগে মা বৃন্দা রাইয়ের জন্মদিনে মা-মেয়ের সঙ্গে একটি ছবি দিয়েছিলেন বিশ্ব সুন্দরী। লিখেছিলেন, ‘প্রিয়তম মা-ডোড্ডা। শুভ জন্মদিন। তোমাকে ভালবাসি। ঈশ্বর আপনাকে সর্বদা অনেক সুখ, শান্তি, সর্বোত্তম স্বাস্থ্য, আনন্দ, সুখ, ভালোবাসা এবং তাঁর সমস্ত আশীর্বাদ দিন।’
এর আগে আরাধ্যার ঠোঁটে চুমু খাওয়ার একটি ছবি দিয়ে লেখেন, ‘আমার ভালোবাসা... আমার জীবন... আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার আরাধ্যা’
মা হওয়ার পর ২০১৫ সালে ‘জজবা’ ছবি দিয়ে কামব্যাক করেন ঐশ্বর্য। তারপর হাতেগুনে কাজ করেছেন ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ আর ‘পন্নিয়িন সেলভান’-এর দুটি পার্টে। অন্যদিকে, শীঘ্রই আর বাল্কির স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ঘুমরে’ দেখা যাবে অভিষেককে। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, সাইয়ামি খের এবং অঙ্গদ বেদি।