বাংলা নিউজ > বায়োস্কোপ > Aishwarya Rai Bachchan's Daughter: গালে মেকআপ, ঠোঁটে লিপস্টিক! সেজেগুজে স্কুলে ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, ভিডিয়ো ভাইরাল

Aishwarya Rai Bachchan's Daughter: গালে মেকআপ, ঠোঁটে লিপস্টিক! সেজেগুজে স্কুলে ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা, ভিডিয়ো ভাইরাল

মেকআপ করে সেজেগুজে স্কুলে আরাধ্যা। 

ঠিক যেন মায়ের মতোই সুন্দরী ঐশ্বর্য-কন্যা আরাধ্যা। সম্প্রতি বচ্চনের নাতনির স্কুলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন-

অভিষেক বচ্চন ও ঐশ্বর্ষ রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যার বয়স দেখতে দেখতে ১২। বাবা-মায়ের মতো সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় আরাধ্যা। তাঁর নামে কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকলেও, রয়েছে বেশ কিছু ফ্যানপেজ। আর সেখান থেকে অমিতাভের নাতনির নানান মুহূর্তের ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে।

গত কয়েকদিন ধরে একটা ভিডিয়ো ভাইরাল আরাধ্যার। যা খুব সম্ভবত ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ভিতরেই তোলা হয়েছে। আরাধ্যাকে দেখা গেল স্কুলের পোশাকে। হাতে গিটার। ঠোঁটে লিপস্টিক। পাশে বন্ধুরা। ভিডিয়ো শেয়ার করে লেখা হল, ‘গত মাসে স্কুলের ইভেন্ট থেকে আরাধ্যার এক ঝলক।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। নেটপাড়ার অধিকাংশেরই মত, ঐশ্বর্য কন্যা তারই প্রতিচ্ছবি। ঠিক যেন মায়ের মতোই সুন্দরী। মায়ের সঙ্গে কান থেকে প্যারিস, সর্বত্র তাঁর অগাধ বিচরণ। 

আরাধ্যার এই ভিডিয়োতে একজন মন্তব্য করলেন, ‘পুরো ঐশ্বর্যর জেরক্স কপি। চোখ ফেরাতে পারছি না আমি।’ আরেকজন লিখলেন, ‘মায়ের সঙ্গে থাকলে তো সিরিয়াস থাকে। আজ বন্ধুদের সঙ্গে মজা করতে দেখে কী ভালো লাগছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আরাধ্যার হাসিটা নিষ্পাপ এবং চোখ দুটো খুব সুন্দর।’

ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায় প্রায়শই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন। সপ্তাহখানেক আগে মা বৃন্দা রাইয়ের জন্মদিনে মা-মেয়ের সঙ্গে একটি ছবি দিয়েছিলেন বিশ্ব সুন্দরী। লিখেছিলেন, ‘প্রিয়তম মা-ডোড্ডা। শুভ জন্মদিন। তোমাকে ভালবাসি। ঈশ্বর আপনাকে সর্বদা অনেক সুখ, শান্তি, সর্বোত্তম স্বাস্থ্য, আনন্দ, সুখ, ভালোবাসা এবং তাঁর সমস্ত আশীর্বাদ দিন।’

এর আগে আরাধ্যার ঠোঁটে চুমু খাওয়ার একটি ছবি দিয়ে লেখেন, ‘আমার ভালোবাসা... আমার জীবন... আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার আরাধ্যা’

মা হওয়ার পর ২০১৫ সালে ‘জজবা’ ছবি দিয়ে কামব্যাক করেন ঐশ্বর্য। তারপর হাতেগুনে কাজ করেছেন ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ আর ‘পন্নিয়িন সেলভান’-এর দুটি পার্টে। অন্যদিকে, শীঘ্রই আর বাল্কির স্পোর্টস ড্রামা ফিল্ম ‘ঘুমরে’ দেখা যাবে অভিষেককে। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, সাইয়ামি খের এবং অঙ্গদ বেদি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

৯.৫ শতাংশ বেতন বৃদ্ধি হবে পরের বছর! কর্মীদের জন্য সুখবর ১০৬ টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান, সেরা পুজোর খেতাব জিতল কারা? ‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া? তাঁর তৈরি সাম্রাজ্য ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বেতন নিতেন মাত্র... ভারতের উন্নয়ন নিয়ে গভীর চিন্তাভাবনা- রতন টাটার স্মৃতিতে লিখলেন সুন্দর পিচাই ক্যাপ্টেন ও কোচ ভয়ডরহীন ভাবে খেলার লাইসেন্স দিয়েছে, অকপট ম্যাচের সেরা নীতীশ আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! শেষ টেস্ট খেলার আগে বার্তা শাকিবের পুজোর ব্যবসায় এগিয়ে কে? সৃজিতের উলটো সুর টলি-প্রযোজকের, টেক্কার আগে রাখলেন… রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই নোয়েল টাটা? মাঝ আকাশেই মৃত্যু পাইলটের, নিউইয়র্কে জরুরি অবতরণ করল তুরস্কগামী বিমান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.