২ এপ্রিল ৫৫-তে পা দিলেন অজয় দেবগন। সোশ্যাল মিডিয়ায় তাই সকাল থেকেই ট্রেন্ড করছে ‘Happy Birthday Ajay’। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। তবে শুধু সোশ্যাল মিডিয়া নয়, এদিন অজয়ের বাড়িতেও শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা।
তবে অজয়ও অনুরাগীদের নিরাশ করেননি। অনুরাগীদের সঙ্গে দেখা করতে নিজের ‘শিবশক্তি’ অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়ে আসেন সুপারস্টার। অনুরাগীদের উদ্দেশ্যে হাত জোড় করতে দেখা যায় অজয়কে। তাঁর হাতে তখন তুলে দেওয়া হয় অসংখ্য উপহার। তবে তখনও তারকাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্বের পর ফের 'শিবশক্তি' অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যান অজয়। তারই এক টুকরো ঝলক উঠে এসেছে পাপারাৎজির ক্যামেরায়।
আরও পড়ুন-অনুজ মারা যাবে! 'অনুপমা'র উত্তরাধিকার বহন করবে ছোট অনু? ৫ বছর পর কীভাবে এগোবে গল্প?
এদিকে কাজের ক্ষেত্রে ১৯৯১ সালে 'ফুল অউর কাঁটে' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন অজয়। তারপর বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। নিজের আলাদা পরিচয় তৈরি করতেও সফল হয়েছেন অজয়। শেষবার তাঁকে দেখা গিয়েছে 'শয়তান' ছবিতে। এদিকে আবার জন্মদিনেই মুক্তি পেয়েছে অজয়ের আগামী ছবি ‘ময়দান’-এর ট্রেলার।
এদিকে আবার অজয় যখন ৫৫র জন্মদিন সেলিব্রেট করছেন, ঠিক তখন তাঁর কাছে নেই স্ত্রী কাজল। এই বাংলাতেই হোম প্রডোকশনের ছবি 'মা'-এর শ্যুটিং করছেন তিনি। তবে স্বামীর কাছে না থাকলেও তাঁর জন্মদিনে সকাল সকাল উঠেই শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেননি কাজল।
অজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মজা করে কাজল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমি জানি তুমি তোমার জন্মদিন উপলক্ষ্যে দারুণ এক্সাইটেড। তাই আনন্দে সারা বাড়ি বাচ্চাদের মতো লাফিয়ে বেড়াচ্ছ। নিজেই হাততালি দিচ্ছ এবং কেকের কথা ভেবে গোল গোল ঘুরছ। তাই আমি চাই আমার আজকের দিনটা তোমায় শুভেচ্ছা জানিয়েই শুরু হোক। শুভ জন্মদিন অজয়।' এরপর মজা করে সবশেষে কাজল লেখেন,'কারও কাছে যদি ওর এরম কোনও ভিডিয়ো থেকে থাকে তাহলে আমায় দয়া করে পাঠিয়ে দেবেন।'
এদিকে কাজলের এমন পোস্টে অনেকেই বেশ মজা পেয়েছেন।এক ব্যক্তি প্রশ্ন করেন, 'সত্যিই! উনি এইরকম করেন?' আরেকজন লেখেন, 'আপনি এরম শিশুসুলভই থাকুন। জন্মদিনের শুভেচ্ছা নেবেন।' কেউ আবার এরই মাঝে টাবুকে টেনে কাজলকে খোঁটা দিতে ছাড়েননি। লিখেছেন, 'টাবুর কাছে নিশ্চয় আছে। ওকে জিজ্ঞেস করুন।'