শনিবার জন্মদিন উপলক্ষে নিজের ও অনুরাগীদের ওয়েলকাম ৩-র টিজার উপহার দিলেন অক্ষয় কুমার। সিনেমার অফিসিয়াল নাম রাখা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। যাতে খিলাড়ি কুমার ছাড়াও অভিনয় করছেন রাবিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপড়ে, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দলের মেহেন্দি এবং মিকা সিং।
ইনস্টাগ্রামে প্রোমোটি শেয়ার করে অক্ষয় লিখলেন, ‘নিজেকে ও আপনাদেরকে জন্মদিনের উপহার দিলাম আজ। আশা করি আপনাদের সকলের তা পছন্দ হবে এবং আমাকে বলবেন ধন্যবাদ। আমার জবাব হবে, ওয়েলকাম (৩) #WelcomeToTheJungle। সিনেমা হলে আসছি ২০২৪ সালের ক্রিসমাসে। #Welcome3। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে। সহ-প্রযোজনা ফিরোজ নাদিয়াদওয়ালার। পরিচালনায় আহমেদ খান।’
ওয়েলকাম ৩-এর টিজারে দেখা মিলল ছবির পুরো কাস্টের। সকলেই পরে রয়েছেন সামরিক পোশাক। হাতে পোশাক। তিন সারিতে পরপর দাঁড়িয়ে। সবাই চেষ্টা করছেন সিগনেচার ওয়েলকাম টিউনটি গাওয়ার। দেখা যাচ্ছে সেই গানে টুনাক টুনাক টুন যোগ করার চেষ্টা করছেন দলের মেহেন্দি এবং মিকা সিং। যা থেকে তাঁদের বিরত করেন আরশাদ ওয়ারসি। বিরক্ত সঞ্জয় দত্ত বলে ওঠেবন, ‘পাজি নিজেদের গান ঠিক মতো গাইতে পারো না। এসে গিয়েছো এই গান নষ্ট করতে।’ সুনীল শেট্টির প্রশ্ন, ‘কে নিয়ে এসেছে এদের কে এখানে।’ আরও পড়ুন: কপালে চন্দন, গায়ে গেরুয়া বস্ত্র, জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অক্ষয়
এরপর অক্ষয় বলেন, ‘একে তো আমাদের ইন্ডাস্ট্রি তে প্রথম অ্যাপেল কলা গাওয়ার চেষ্টা হচ্ছে…’ যাতে সঞ্জয় শুধরে দিয়ে বলেন, মুখ থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ করার বিদ্যেকে কী যেন বলে! তাতে সেই দলে থাকা একটি ছোট্ট মেয়ের জবাব ‘অ্যাকাপেলা’। এরপর দেখা যায় গোটা টিম আবার একসঙ্গে গান গাইতে শুরু করলে তাতে বিঘ্ন ঘটায় দিশা। যাতে অক্ষয় বলে, ‘আরে বাবা এখানে সোলো পারফরমেন্স হচ্ছে না, গ্রুপে গাইতে হবে।’ এরপর রবিনাকে দেখিয়ে বলেন, ‘আমাদের মতো পুরনো চাল (সিনিয়রদের) থেকে কিছু শেখো।’
২০ ডিসেম্বর ২০২৪ এ মুক্তি পাবে ওয়েলকাম টু দ্য জঙ্গল। এর আগে আরশাদ ওয়ারসি ফাঁস করেছিলেন, বেশ বড় বাজেটে আর বড় স্কেলেই ছবিটি নিয়ে আসা হচ্ছে। যা দর্শকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে হলে।