চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পান্ডে এবং স্ত্রী ডিন পাণ্ডের কন্যা অলানার বিয়ে, অর্থাৎ অনন্যা পান্ডের তুতো বোনের বিয়ে। সম্প্রতি সেই বিয়ের অনুষ্ঠানেই মজেছিল গোটা বলিউড। প্রেমিক আইভর ম্যাকক্রে-র সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর অবশেষে ১৬ মার্চ সাতপাকে বাঁধা পড়েছেন অলানা। এদিকে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পর প্রকাশ্যে ঠাট্টা করতে ছাড়লেন না বোন অনন্যা। আর অনন্যার পোস্টে শুরু হয়েছে নতুন জল্পনা….
ঠিক কী লিখেছেন অনন্যা পাণ্ডে?
অনন্যা লিখেছেন, ‘এই বিয়ে আমাদের রূপকথায় বিশ্বাসী করে তুলছে। আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। কোনো অসুবিধা নেই কিন্তু আমি ইতিমধ্যেই মাসি হতে প্রস্তুত!’ আর অনন্যার পোস্টে নেটনাগরিকদের জল্পনা তবে কি আলানা কি তবে ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা? সেকারণেই কি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেললেন?
আরও পড়ুন-'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' নাকি 'জুইগাটো' প্রথমদিনে বক্স অফিসে কে এগিয়ে?
আরও পড়ুন-আরও পড়ুন-পিতৃতন্ত্রের গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক
অলানা পাণ্ডে ও আইভর ম্যাকক্রে বিয়ের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যারমধ্যে একটিতে অনন্যাকে তাঁর তুতোভাই আহান পাণ্ডে এবং বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে 'সাত সমুন্দর' গানে নাচতে দেখা যাচ্ছে। আরও একটি ভিডিয়োতে শাহরুখ এবং গৌরীকে ড্যান্স ফ্লোরে আলনার মা ডিনের সঙ্গে দেখা গিয়েছে। এপি ধিল্লনের গানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁদের।
প্রসঙ্গত, আইভর ম্যাকক্রের পুরো নাম এডওয়ার্ড আইভর ম্যাকক্রে ভি। যিনি কিনা মার্কিন নাগরিক। আরিজোয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে এরোনটিক্যাল ম্যানেজমেন্ট টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন আইভর। পাশাপাশি ট্রাভেল ভ্লগার হিসাবেও কাজ করছেন বহুদিন ধরে। অলানার সঙ্গে বহু ট্রাভেল ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে আইভরকে। পৃথিবীর নানান প্রান্তে ঘুরে বেড়ান তাঁরা, আর সেই ভিডিয়ো পোস্ট করেন ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফলোয়ার্সের সংখ্যাও অনেক।
১৬ মার্চ মুম্বইতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন অলানা এবং আইভার। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সোনাক্ষী সিনহা, শিবানী দান্ডেকর, ভিজে আনুশা দান্ডেকর, অভিনেতা কিম শর্মা, সালমান খানের বোন আলভিরা খান এবং স্বামী-চলচ্চিত্র নির্মাতা অতুল অগ্নিহোত্রী সহ আরও অনেকে এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। শানায়া কাপুর, নীলম কোঠারি এবং মহীপ কাপুরকেও দেখা যায় বিয়ের অনুষ্ঠানে।