গত ২০২২ সালে মা হয়েছেন আলিয়া ভাট। তাঁর এবং রণবীর কাপুরের সংসারে এসেছে নতুন সদস্য। এবারের বড়দিনে মেয়েকে প্রকাশ্যে আনেন তাঁরা। এবার জানা গেল আরও এক চমকপ্রদ তথ্য। আলিয়া যখন গর্ভবতী ছিলেন তখন তাঁর নাকি হামেশাই মিষ্টি খেতে ইচ্ছে করত। তাও আবার যে সে মিষ্টি নয়। বাংলার এক বিশেষ মিষ্টি। কী বলুন তো?
আলিয়া বাংলার মিষ্টি খেতে পছন্দ করেন
রাহার জন্মের আগে আলিয়া নিয়ম করে বাংলার এক জনপ্রিয় মিষ্টি খেতেন। আর তাঁর টিম তাঁকে সেই মিষ্টি সাপ্লাই দিত বলেই জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ তথা ব্যবসায়ী সুমন আগরওয়াল। ৯ অ্যান্ড বিয়ন্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আলিয়া যখন গর্ভবতী ছিলেন তখন তিনি একটি নির্দিষ্ট বাঙালি মিষ্টি বারবার অর্ডার দিতেন। সুমন এবং তাঁর টিম ওই ৯ মাস ধরে লাগাতার আলিয়াকে তাঁর পছন্দের মিষ্টি সাপ্লাই দিতেন। ভাবছেন কী সেই মিষ্টি। নলেন গুড়ের মিষ্টি। হ্যাঁ, একেবারেই তাই। প্রসঙ্গত সুমন মিষ্টা নামক একটি দোকানের মালিক। তাঁরা স্বাস্থ্যকর, পুষ্টিতে ভরপুর মিষ্টি বিক্রি করে থাকেন।
সুমন এদিন আরও জানান আলিয়া তাঁকে সেই সময় জানাতেন যে সে রকমের নলেন গুড়ের মিষ্টি যেন তাঁকে পাঠানো না হয়। বাংলায় যেমন নলেন গুড়ের মিষ্টি বিক্রি হয় তিনি তেমন মিষ্টি চাই তাঁর। আর অভিনেত্রীর হুকুম কি না শুনে থাকা যায়! এরপর তাঁকে এদিন এই সাক্ষাৎকারে ভারতীয় মিষ্টির পুষ্টিগুণ এবং সেগুলো কতটা স্বাস্থ্যকর সেই বিষয়ে কথা বলতে শোনা যায়।
কেবল মিষ্টি নয়। আলিয়া রাহার জন্মের আগে পিৎজা খেতে চাইতেন হামেশাইন তখন শিল্পা শেট্টি নিজে বাড়িতে সেই পিৎজা বানিয়ে তাঁকে পাঠাতেন। বর্তমানে রাহা দেড় বছরের।
আরও পড়ুন: 'ঘর ভাঙানি' নন কিরণ, সাফ জানালেন, 'রীনার সঙ্গে বিচ্ছেদের পরই আমিরের সঙ্গে সম্পর্ক হয়'
আলিয়া এবং রণবীরের সন্তান
২২ সালের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এরপরই তাঁরা তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেন। সেই বছরই নভেম্বর মাসে মা হন আলিয়া।