উমা বাড়ি ফিরে গিয়েছেন, আবারও এক বছরের অপেক্ষা তার জন্য, তাই আপাতত সবারই বেশ মন খারাপ। তবে এত কিছুর মধ্যেও যাঁরা রাহুল দেব বসু বা দেবাদৃতা বসুর ভক্ত রয়েছেন তাঁদের জন্য একটা সুখবর তো আছেই! এই দুই অভিনেতা প্রেম করছেন। অবশেষে দশমীর দিনই তাঁরা তাঁদের সেই সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে এলেন।
রাহুল এবং দেবাদৃতার সম্পর্ক
বর্তমানে রাহুল দেব বসু এবং দেবদৃতা বসুকে আলোর ঠিকানা নামক একটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। আর সেই ধারাবাহিকে কাজ করতে গিয়ে কাছাকাছি চলে এসেছেন তাঁরা। এই ধারাবাহিকে রাহুলের চরিত্রের নাম গৌরব আর দেবদৃতার চরিত্রের নাম আলো। সেখানে গৌরব আলোকে না পেলেও রাহুল তাঁর মনের মানুষ দেবাদৃতাকে খুঁজে পান। দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁরা একেবারে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
এদিন রাহুল তাঁর এবং দেবাদৃতার একটি সিঁদুরমাখা ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, ‘আমাদের তরফে আপনাদের শুভ বিজয়া। ভালবাসা নেবেন। গৌরব আলোকে না পেলেও রাহুল দেবাদৃতাকে পেয়ে গিয়েছে।’ ফলে টলিউড যে আরও একটি নতুন জুটি পেল সেটা আর বলার অপেক্ষা রাখে না।
কী বলছে ভক্তরা?
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন। এক ব্যক্তি লেখেন, 'দুজনকে বড্ড ভালো মানিয়েছে, তোমাদের সঙ্গে ভালো লাগছে। ভালো থেকো।' 'আমি প্রথম থেকেই আন্দাজ করছিলাম যে তোমরা প্রেম করছ। ভালো থেকো' মন্তব্য আরেক ব্যক্তির।
আরও পড়ুন: দুর্গার আরতি দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন অপরাজিতা, রাতে ভোল পাল্টে জমিয়ে নাচ 'লক্ষ্মী কাকিমার'
আরও পড়ুন: গাল-কপাল ভর্তি সিঁদুর, দশমী পরতেই জমিয়ে ঢাক বাজালেন গৌরব
রাহুল তাঁর এবং দেবাদৃতার সম্পর্ক প্রসঙ্গে কী বলছেন?
সম্প্রতি টিভি৯ -কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, 'গত ৮-৯ মাস ধরে আমরা প্রেম করছি। এই প্রেমে আমরা ভেসে গিয়েছি, নিজেদের খুঁজে পেয়েছি। তাই দশমীর দিনটাই বাছলাম সেটা প্রকাশ্যে আনার জন্য। ঠিক করলাম লুকিয়ে না রেখে সবাইকে জানিয়ে দেব।'
এই বিষয়ে বলে রাখা ভালো, একটা সময় রাহুল দেব বসু এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কয়েক বছর আগেই সেটা ভেঙে যায়। ঐন্দ্রিলা তারপর এগিয়ে গিয়েছেন, বিয়ে করেছেন দুর্নিবার সাহাকে। তাঁদের সংসারে নতুন মানুষ আসছে শীঘ্রই সেই খবরও তাঁরা জানিয়েছেন। অন্যদিকে এবার রাহুল এই সুখবর দিলেন। আলোর ঠিকানায় যে তাঁরা মনের ঠিকানার খোঁজ পেলেন সেটা নিঃসন্দেহে বলা যায়।