অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বচ্চন পরিবার। জমনগরের অনুষ্ঠান ছিল তারকা-খচিত। বচ্চন পরিবারের সঙ্গে আম্বানি পরিবারের সখ্যতা দীর্ঘ দিনের। অনুষ্ঠানে তৃতীয় দিনে সপরিবারে জামনগরে হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে যোগ দিয়ে সে দিন রাতেই আাবার মুম্বই ফিরে আসেন বচ্চন পরিবারের সকলে।
বাড়ি ফিরে এসে অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কে নিজের ব্লগে লিখেছেন বিগ বি। একই সঙ্গে রবিবার মুম্বইয়ের বাংলো জলসার বাইরে ভক্তদের ভিড়টাকেও তিনি মিস করেছেন, সেই নিয়েও লিখেছেন। অমিতাভ লেখেন, ‘জলসার দরজা রবিবার খোলেনি। কিন্তু বিয়ের দরজা খুলেছে… বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এই সবেমাত্র ফিরলাম’। আরও পড়ুন: সলমনকে কোলে তুলতে না পেরে শেরাকে ডাকলেন অনন্ত! এরপরই তো শুরু হল আসল মজা
এরপরই অভিনেতা আরও কথা বলেছেন অনন্ত-রাধিকার বিলাসবহুল প্রাক বিবাহ অনুষ্ঠান এবং ভান্তারা অ্যানিম্যাল রিলিফ ফেসিলিটি নিয়ে। বিগ বি জানিয়েছেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। শুধু বিয়ের পরিবেশ নয়, ভান্তারা পশুর ত্রাণ সুবিধা। শুভকামনা, কী একটি অসাধারণ অভিজ্ঞতা এবং প্রাণীদের জন্য সবচেয়ে বৈজ্ঞানিক সেটআপ। দুঃস্থ অবলা জীবদের এই খামারে নিয়ে এসে সেবা সুশ্রুষা করা হয় এবং তাঁদের লালন-পালন করা হয়’।
যাঁরা পরিচালনা করছেন, তাঁদের প্রশংসা করে বিগ বি লিখেছেন, ‘এটি এমন একটি অভিজ্ঞতা যা শুধুমাত্র দেখলেই বিশ্বাস করতে পারবেন। অভিজ্ঞতার আনন্দ এবং পরমানন্দ, এর থেকে বেশি আর কী বলব। আপনাদের সকলের অবশ্যই দেখা উচিত। সত্যিই গৌরবের। শ্লোকগুলির, মন্ত্রগুলির উচ্চারণ এবং হোস্টদের দ্বারা তৈরি করা সত্যিকারের ঐশ্বরিক পরিবেশ এব আশেপাশে পরিবেশ… অবিশ্বাস্য’।
বরাবরই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আম্বানিরা। এর আগে আকাশ ও ইশা আম্বানির বিয়েতে বেশ ঘটা করে যোগ দিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের পরিবারকে। জুলাই মাসে বিয়ে রাধিকা আর অনন্তের। তবে প্রি ওয়েডিং জমকালো হয়েছে জামনগরে। তিন দিনের তারকাবহুল এই অনুষ্ঠানে রিহানা থেকে মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্র্যাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ঘুরে গিয়েছেন।
রবিবার বিকেলেই আম্বানিদের ডাকে জামনগরে সপরিবারে পৌঁছেছিলেন অমিতাভ-জয়া। সঙ্গে ছিলেন শ্বেতা, নভ্যা এবং অগস্ত্যও। গিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যাও। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের অন্তিম লগ্নে পৌঁছেও একসঙ্গে বসে উপভোগ করতে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্য ও আরাধ্যাকে।