বছর ৬৬-এর অভিনেতা অনিল কাপুর অভিনয়ের পাশাপাশি তাঁর ফিটনেসের জন্যও পরিচিত। অনেক সময় অভিনেতার ফিটনেস দেখে তাঁর বয়সটাও বিশ্বাস করাও কঠিন হয়ে ওঠে।
সম্প্রতি অনিল কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি শার্টলেস ছবি পোস্ট করেছেন। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ছবি। পোস্টে অভিনেতা জানিয়েছেন, একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই শরীরের ফিটনেসের উপর বেশি মনযোগ দিতে হচ্ছে তাঁকে। আরও পড়ুন: তারকা ঝলমলে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২৩-এর রাত, কে কেমন সেজে এসেছেন
দুটি ছবির শ্যুটিং
সদ্য দুটি ছবির শ্যুটিং শেষ করেছেন অনিল কাপুর। এর মধ্যে একটি ছবি 'অ্যানিমেল' এবং অপরটি 'ফাইটার'। 'অ্যানিমেল' ছবিতে ৬৫ বছর বয়সী অভিনেতা বলবীরের ভূমিকায় অভিনয় করেছেন। 'ফাইটার'-এ ছবিতে তিনি ৪৫ বছর বয়সী এয়ারফোর্স ফাইটার রকির চরিত্রে অভিনয় করেছেন।
প্রচুর শরীরচর্চা করছেন অনিল
ছবির পোস্টে অনিল কাপুর লিখেছেন, ‘এই দুটি চরিত্রের জন্য শারীরিক গঠনের দিকে অনেক মনোযোগ দিতে হয়েছিল। যেন উভয় চরিত্রে নিজেকে সুবিচার করতে পারি। এখন দুটি ছবিরই শ্যুটিং শেষ হয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন দর্শক এই ছবি দেখতে পাবেন'।
তারকাদের প্রতিক্রিয়া
অনিল কাপুরের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। বরুণ ধাওয়ান মন্তব্য করেছেন- ‘১৮ বছর বয়সে আপনার জন্য এটা করা সহজ। কিন্তু অনিল, যখন তোমার বয়স ৩০, তখন এটা একটু কঠিন হয়ে যেতে পারে’। সোনম কাপুর একটি হাসির ইমোজি শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন - 'বাবা।'
জানিয়ে রাখি, অনিল কাপুরকে শেষ দেখা গিয়েছিল 'দ্য নাইট ম্যানেজার' ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে, আদিত্য রায় কাপুর এবং শোভিতা ধুলিপালার পাশাপাশি প্রধান ভূমিকায় ছিলেন তিনি। এই ওয়েব সিরিজটি হিট হয়েছিল এবং প্রচুর প্রশংসিত হয়েছিল। এই ওয়েব সিরিজ দুটি পার্টে মুক্তি পেয়েছে।