চলতি বছর শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। জানুয়ারি মাসে আসে শাহরুখ এবং দীপিকার পাঠান। যশরাজ ফিল্মসের এই ছবি মুক্তি পাওয়ার পরই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙেচুরে একাকার করে দেয়। এরপর যখন জওয়ান মুক্তি পায় কিং খানের, সে এটিকে ছাপিয়ে যায়। ২০২৩ এর সবথেকে বেশি আয় করা তো বটেই সব থেকে বেশি আয় করা হিন্দি ছবির তকমা পায়। তারপরই ছিল পাঠান ছবির জায়গা। এবার সেটা কেড়ে নিল রণবীরের অ্যানিম্যাল। দ্বিতীয় সব থেকে বেশি আয় করা হিন্দি ছবির তকমা পেল এটি।
পাঠানকে ছাপিয়ে গেল অ্যানিম্যাল
বক্স অফিসে পাঠান ছবিটিকে ছাপিয়ে গেল অ্যানিম্যাল। পাঠান ছবির শেষে শাহরুখ এবং সলমন খানকে বলতে শোনা যায় যে তাঁদের জায়গা এরপর কে নেবে? তাঁরা আর কতদিন এভাবে টানবেন? নেটিজেনদের মতে এবার বোধহয় সেই উত্তর পাওয়া গেল। রণবীরের ছবি বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে শত বিতর্কের মাঝে। এমনকি ডাঙ্কি বা সালার আসার পরেও তেমন কমেনি ব্যবসা।
আরও পড়ুন: 'এটা কোনও ম্যাচ নয়, আমরা বিনোদন দিতে চাই', ডাঙ্কি লড়াই নিয়ে সাফ বার্তা সালারের পরিচালকের
অ্যাটলি পরিচালিত জওয়ান ছবিটি সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি যা বক্স অফিসে ৬৪০ কোটি আয় করেছিল। এরপরই ছিল পাঠান, যা ৫৪৩.০৯ কোটি আয় করেছিল। এবার সেটাকে ছাপিয়ে ৩০ তম দিনে ১.৩৫ কোটি আয় করে রণবীর কাপুরের অ্যানিম্যাল ৫৪৩.২২ কোটি আয় করে ফেলে।
অ্যানিম্যাল প্রসঙ্গে
অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরি, প্রমুখ।