স্টার জলসার অন্যতম হিট মেগা হল অনুরাগের ছোঁয়া। দীর্ঘদিন টিআরপি লিস্টে স্বমহিমায় এক নম্বর স্থানে জাঁকিয়ে বসেছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে সেই স্থানচ্যুত হলেও এখনও বেশ ভালোই ফল করছে এটি। বিগত বেশ কিছুদিন ধরে দেখানো হচ্ছিল সূর্য নিজের ভুল বুঝে দীপা এবং মেয়েদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। সবার থেকে দূরে গিয়ে একটা গ্রামে চিকিৎসা করছিল সেখানকার মানুষদের। যাওয়ার আগে দীপাকে বলে গেছিল তার সব চিহ্ন যেন সে মুছে দেয়। কিন্তু এবার কি আবার নতুন করে সূর্য দীপার জীবনে অনুরাগের ছোঁয়া লাগবে?
আরও পড়ুন: 'এখনও অনেক কিছুই...' ৮৭ - এ পা, সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরালেন প্রসেনজিৎ - সুমনরা
অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চলবে মহাপর্ব। প্রতিদিনের মতোই রাত সাড়ে নয়টা দেখে দেখানো হবে এই বিশেষ দুটো পর্ব। এই দুদিনের পর্বে মূলত দেখানো হবে দীপা এবং সূর্যর জীবনে নতুন করে অনুরাগের ছোঁয়া লাগবে? নতুন করে কি তাঁরা নতুন সম্পর্কে জড়াবে?
আরও পড়ুন: খাতায় কলমে আলাদা হলেন জিতু নবনীতা, ডিভোর্স পেতেই পর্দার সত্যজিৎ লিখলেন, 'আমি বেশ্যা, বজ্জাত'
বর্তমানে দেখা যাচ্ছে দীপা তার দুই মেয়েকে নিয়ে আছে। তার শ্বশুর বাড়িতেও যে ভাঙন ধরেছে সেটা নতুন নয়। তবে সব ওঠাপড়ায় তার পাশে আছে বন্ধু অর্জুন। ছোট সোনা এবং রূপাও চায় মায়ের সঙ্গে অর্জুনের বিয়ে হোক। কিন্তু দীপা চায় না সেটা। অন্যদিকে সূর্যকে প্রেমের জালে ফাঁসাতে চায় ইরা। কিন্তু সে কে? পারবে কি সূর্যকে বশ করতে? সে কি আদৌ সূর্যকে ভালোবাসে? এইসব উত্তর অজানা, তবে এই যে দুজনে দুজনকে প্রেমের প্রস্তাব দিল তাতে আপাতত রাজি নয় সূর্য এবং দীপা । সূর্য ধমক দিয়ে ফিরিয়েছে ইরার প্রস্তাব। অন্যদিকে অর্জুনকে আসতে বারণ করেছে দীপা। তবুও শেষ পর্যন্ত গিয়ে কি কোথাও ঘুরে যাবে গল্পের মোড়? তাঁদের জীবনে নতুন করে কি লাগবে অনুরাগের ছোঁয়া?