বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: কলকাতার পর বাংলায় ফের অরিজিৎ সিং-এর কনসার্ট, কবে ও কোথায় ? জানুন টিকিটের দাম…

Arijit Singh: কলকাতার পর বাংলায় ফের অরিজিৎ সিং-এর কনসার্ট, কবে ও কোথায় ? জানুন টিকিটের দাম…

অরিজিৎ সিং

আগামী ২ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শো করবেন অরিজিৎ সিং। যদিও প্রথমে শোয়ের দিন হিসাবে ১ এপ্রিল ঠিক করা হয়েছিল, পরে সেটা বদলে ‍২ এপ্রিল করা হয়। ইতিমধ্যেই অরিজিতের এই শো নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন সংখ্যা ২০ হাজার। 

সেদিন ছিল শিবরাত্রি, ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করেন অরিজিৎ সিং। সেই শোয়ের একমাসও কাটেনি। আপাতত অরিজিতেই বুঁদ হয়ে আছেন কলকাতাবাসী। তবে শুধু কলকাতা নয়, অরিজিৎ অবশ্য এই কয়েকদিনে আরও দু'একটি শো করে ফেলেছেন অরিজিৎ। তার মধ্যে ২০ ফেব্রুয়ারি দুবাইতে শো করেন অরিজিৎ। তবে এখন খবর ফের বাংলার বুকে শো করতে ফিরছেন অরিজিৎ সিং।

তবে কলকাতায় নয়, এবার অরিজিৎ শো করবেন উত্তরবঙ্গে। আগামী ২ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শো করবেন অরিজিৎ সিং। যদিও প্রথমে শোয়ের দিন হিসাবে ১ এপ্রিল ঠিক করা হয়েছিল, পরে সেটা বদলে ‍২ এপ্রিল করা হয়। ইতিমধ্যেই অরিজিতের এই শো নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আসন সংখ্যা ২০ হাজার। তবে কলকাতার থেকেও শিলিগুড়ির শোয়ে টিকিটের চাহিদা নাকি আরও বেশি। আশা করা হচ্ছে, দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের নিকটবর্তী জেলাগুলি থেকে অনুরাগীরা সেখানে অরিজিতের গান শুনতে যাবেন।

<p>কলকাতার কনসার্টে অরিজিৎ সিং</p>

কলকাতার কনসার্টে অরিজিৎ সিং

এদিকে কলকাতার শোয়ের ঠিক দু'দিন পরেই ফেসবুকে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন অরিজিৎ। ফেসবুকে গায়ক লেখেন, ‘আমি দুঃখিত যে আপনাদের নিজেদের গাড়িগুলি প্রায় ১ কিমি দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠানস্থলে হেঁটে আসতে হয়েছিল। (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে অক্ষম ছিল।) আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামড় সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক কিছু লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের এমন কর্তৃত্ব আছে!! আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য সাহায্য করেনি সঠিকভাবে (এটি অনেকের কাছেই নতুন ছিল)। দুঃখিত যে আপনাদের নিজেদেরই তা সমাধান করতে হয়েছে। কিন্তু তবুও আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয়জোড়া ভালোবাসা!! আমি চেষ্টা করব পরেরবার এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবই ভাল থাকবেন!!!’

প্রসঙ্গত, কলকাতায় অরিজিতের শো নিয়ে প্রথম থেকেই কিছু কম জলঘোলা হয়নি। পরে ইকোপার্কের বদলে অ্যাকোয়াটিকায় অরিজিতের শোয়ের অনুমতি দেওয়া হয়। কলকাতার শোয়ে সবথেকে দামি টিকিটের মূল্য ছিল ৮০ হাজার টাকা। জানা যাচ্ছে শিলিগুড়ির শোয়ের টিকিট ১৫০০ টাকা থেকে শুরু করে ৪৯ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে।

 

 

বন্ধ করুন