বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: 'আর সাহস হয়নি, ভাবলাম যদি...' উচ্চমাধ্যমিকে ফেল, উকিল হতে গিয়ে কীভাবে অভিনেতা হলেন ‘দুর্জয়’ অর্কপ্রভ?

Tomader Rani: 'আর সাহস হয়নি, ভাবলাম যদি...' উচ্চমাধ্যমিকে ফেল, উকিল হতে গিয়ে কীভাবে অভিনেতা হলেন ‘দুর্জয়’ অর্কপ্রভ?

উচ্চমাধ্যমিকে ফেল, উকিল হতে গিয়ে কীভাবে অভিনেতা হলেন ‘দুর্জয়’ অর্কপ্রভ?

Tomader Rani: স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হল তোমাদের রাণী। ইতিমধ্যেই এই ধারাবাহিকের দুর্জয় এবং রানি অর্থাৎ নায়ক নায়িকার জুটি হিট। কিন্তু জানেন কি অর্কপ্রভ আসলে কখনও অভিনেতা হতে চাননি!

স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হল তোমাদের রাণী। ইতিমধ্যেই এই ধারাবাহিকের দুর্জয় এবং রানি অর্থাৎ নায়ক নায়িকার জুটি হিট। তাঁদের খুনসুটি, দুষ্টুমি, ঝগড়া সবটাই উপভোগ করেন দর্শকরা। কিন্তু জানেন কি এই জনপ্রিয় নায়ক কিন্তু মোটেই কখনও অভিনেতা হতে চাননি। তাহলে কীভাবে এলেন এই পেশায়?

অর্কপ্রভ কী হতে চেয়েছিলেন?

তোমাদের রাণী ধারাবাহিকের দুর্জয় ওরফে অর্কপ্রভ এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি মোটেই অভিনেতা হতে চাননি। পর্দায় যতই চিকিৎসকের চরিত্রে দেখা যাক না কেন তাঁকে, আসলে তাঁর ইচ্ছে ছিল উকিল বা ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়ার। এই প্রসঙ্গে তিনি এদিন জানান, 'আমি উকিল হতে চেয়েছিলাম। কিন্তু উচ্চমাধ্যমিকে ফেল করি একবার। তারপর আর ফেল করার ভয়ে আইন নিয়ে পড়ার সাহস দেখাইনি।' পরবর্তীতে অর্কপ্রভ জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পাশ করেন। তিনি জানান, 'চাইলে সাংবাদিকও হতে পারতাম। কিন্তু হইনি। আমি অভিনয়ে আসব যে সেটাও ভাবিনি। গান গাইতাম। এরপর জুনিয়র আর্টিস্ট, ক্যারেকটার আর্টিস্ট হিসেবে কাজ করেছি। মুম্বইতে দীর্ঘ সময় সহকারী পরিচালক হিসেবে কাজ করে যখন কলকাতায় এলাম কিছুদিনের জন্য ভাবলাম ক্রিয়েটিভ ডিরেক্টর বা সহকারী পরিচালকের কাজ খুঁজছিলাম। তখনই অভিনেতা হয়ে গেলাম ফাঁকে পড়ে।'

আরও পড়ুন: 'যাঁরা জ্ঞান দিচ্ছিলেন...' নেতাজিই প্রথম প্রধানমন্ত্রী, দাবিতে অনড় কঙ্গনা এবার স্বপক্ষে দিলেন কোন ‘প্রমাণ’?

আরও পড়ুন: 'ভীত সন্ত্রস্ত নই, বরং...' ভোটের ময়দানে নেমে আত্মবিশ্বাসে ডগমগ দেবদূত, 'মানুষের জন্য' কী কী কাজ করতে চান অভিনেতা?

কী ভালোবাসেন অর্কপ্রভ?

অর্কপ্রভ এদিন সাফ জানিয়ে দেন তিনি এক কাজ বেশিদিন করতে ভালোবাসেন না। তাঁর পছন্দের কাজ স্ট্রিট ফটোগ্রাফি করা। এখনও ফাঁকা সময় পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন। অভিনেতার কথায়, 'এক কাজ বেশিদিন ভালো লাগে না। তাই মাঝে মধ্যেই পেশা বদল করি। গত এক বছরে একসঙ্গে পরিচালনা, ওয়েডিং ফটোগ্রাফি, মডেলিং, অ্যাকটিং সবটাই করেছি।'

আরও পড়ুন: 'বাংলা এখনও পিছিয়ে...' মির্জা দিয়েই টলিউডের 'ভুল' শুধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ! কোন বদল আনতে চাইছেন?

আরও পড়ুন: 'লালদার শেখানো পথেই প্রতিবাদ করেছি...' সুমনের নাটকে 'ধর্ষক' সুদীপ্ত! প্রতিবাদে গর্জে উঠলেন বেণী বসু

রানি ওরফে অভিকার সঙ্গে কি বাস্তবেও প্রেম করছেন অর্কপ্রভ?

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন না, আপাতত তিনি সিঙ্গল। তাঁর এখন ধ্যানজ্ঞান সবই তাঁর কাজ। তিনি মন দিয়ে কাজ করে এখন তাঁর গুণমুগ্ধের সংখ্যা বাড়াতে চান।

বায়োস্কোপ খবর

Latest News

‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.