বাংলা নিউজ > বায়োস্কোপ > Brahmastra Trilogy: কবে আসবে ব্রহ্মাস্ত্র ২ আর ৩? ছবি মুক্তির দিনক্ষণ শেয়ার করলেন পরিচালক অয়ন

Brahmastra Trilogy: কবে আসবে ব্রহ্মাস্ত্র ২ আর ৩? ছবি মুক্তির দিনক্ষণ শেয়ার করলেন পরিচালক অয়ন

ব্রহ্মাস্ত্র ট্রিলজি-র পরের দুটি পার্ট কবে মুক্তি পাবে?

ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সাফল্য পায় বক্স অফিসে। এবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানালেন কবে আসবে ব্রহ্মাস্ত্র ট্রিলজির পরের দুটো ছবি। 

২০২২ সালে মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা। প্রায় পাঁচ বছর সময় ধরে তৈরি হয়েছিল সেই সিনেমা। গত বছরের বলিউডের সবথেকে বেশি উপর্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়। তিনটি পার্টের এই ট্রিলজির বাদবাকি দুটি পার্ট আসার অপেক্ষায় রয়েছে দর্শকরা। কবে আসবে সেই দুটি ছবি তা নিয়ে আপডেট শেয়ার করলেন অয়ন ইনস্টাগ্রামে।

অয়ন (Ayan Mukerji) জানালেন ব্রহ্মাস্ত্র (Brahmastra trilogy) পার্ট ২ আর থ্রি-র শ্যুট করা হবে একসঙ্গে। লম্বা বিবৃতিতে নিজের বক্তব্যও তুলে ধরলেন সকলের সামনে।

অয়ন লিখেছেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্ট থেকেও বিশাল হবে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’

এই তরুণ বাঙালি পরিচালক নিজের বক্তব্যে আরও জানান, ‘আমার কাছে শেয়ার করার মতো আরও একটি খবর রয়েছে। মহাবিশ্ব সম্প্রতি আমার কাছে একটি বিশেষ সুযোগ উপস্থাপন করেছে। একটি খুব বিশেষ সিনেমা… যাতে পা রাখা ও পরিচালনা করার সুযোগ আমার কাছে এসেছে। এমন একটি চ্যালেঞ্জ যা আমাকে উত্তেজিত করছে। যেখান থেকে আমি শিখব… অনুপ্রাণিত হব… আমি উন্নত হব। তাই আমি এটা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

অয়ন নিজের বক্তব্যে কোনও সিনেমার নাম না নিলেও তরণ আদর্শ তাঁর টুইটে জানান ওয়ার ২-এর পরিচালনা করবেন অয়ন। যাতে মুখ্য চরিত্রে থাকবেন হৃতিক রোশন। যশরাজ ফিল্মসের ৭ নম্বর সিনেমা, যা টাইগার ৩- এর ঘটনা অনুসরণ করবে।

অয়ন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭ সালের ৩ ডিসেম্বর। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Nabanna Live: লাইভ স্ট্রিমিং কি হবে? নবান্নের সভাঘরে মমতা, বাইরে চিকিৎসকরা ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল আসন্ন ছবিগুলির ডিজিটাল স্বত্ব বিক্রি করবেন না আমির! কিন্তু কেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.