২০২২ সালে মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা। প্রায় পাঁচ বছর সময় ধরে তৈরি হয়েছিল সেই সিনেমা। গত বছরের বলিউডের সবথেকে বেশি উপর্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়। তিনটি পার্টের এই ট্রিলজির বাদবাকি দুটি পার্ট আসার অপেক্ষায় রয়েছে দর্শকরা। কবে আসবে সেই দুটি ছবি তা নিয়ে আপডেট শেয়ার করলেন অয়ন ইনস্টাগ্রামে।
অয়ন (Ayan Mukerji) জানালেন ব্রহ্মাস্ত্র (Brahmastra trilogy) পার্ট ২ আর থ্রি-র শ্যুট করা হবে একসঙ্গে। লম্বা বিবৃতিতে নিজের বক্তব্যও তুলে ধরলেন সকলের সামনে।
অয়ন লিখেছেন, ‘সময় এসেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রোভার্স, আমার জীবন নিয়ে কিছু আপডেট শেয়ার করার। পার্ট ওয়ান থেকে পাওয়া সব ভালোবাসা গ্রহণ করার পর সময় পার্ট টু আর থ্রি-র দিকে মন দেওয়ার। যা আগের পার্ট থেকেও বিশাল হবে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-র চিত্রনাট্য শোধরানোর জন্য আমার আরও কিছুটা সময় দরকার। আর আমরা ঠিক করেছি এই দুটো ছবি একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি পেতে পারে।’
এই তরুণ বাঙালি পরিচালক নিজের বক্তব্যে আরও জানান, ‘আমার কাছে শেয়ার করার মতো আরও একটি খবর রয়েছে। মহাবিশ্ব সম্প্রতি আমার কাছে একটি বিশেষ সুযোগ উপস্থাপন করেছে। একটি খুব বিশেষ সিনেমা… যাতে পা রাখা ও পরিচালনা করার সুযোগ আমার কাছে এসেছে। এমন একটি চ্যালেঞ্জ যা আমাকে উত্তেজিত করছে। যেখান থেকে আমি শিখব… অনুপ্রাণিত হব… আমি উন্নত হব। তাই আমি এটা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’
অয়ন নিজের বক্তব্যে কোনও সিনেমার নাম না নিলেও তরণ আদর্শ তাঁর টুইটে জানান ওয়ার ২-এর পরিচালনা করবেন অয়ন। যাতে মুখ্য চরিত্রে থাকবেন হৃতিক রোশন। যশরাজ ফিল্মসের ৭ নম্বর সিনেমা, যা টাইগার ৩- এর ঘটনা অনুসরণ করবে।
অয়ন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭ সালের ৩ ডিসেম্বর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)