গত ১৯ মে প্রয়াত হয়েছেন আয়ুষ্মান খুরানার বাবা তথা জ্যোতিষী পি খুরানা। এরপর থেকেই মাকে আগলে আগলে রাখছেন দুই ছেলে আয়ুষ্মান এবং অপারশক্তি খুরানা। স্বামীর মৃত্যুর পর নতুন করে বাঁচার চেষ্টা করছেন আয়ুষ্মানের মা পুনম খুরানা।
ইনস্টাগ্রামে শাশুড়ির একটি আবেগপ্রবণ ভিডিয়ো শেয়ার করেছেন আয়ুষ্মান পত্নী তথা লেখিকা-প্রযোজক তাহিরা কাশ্যপ। স্বামীর মৃত্যুর পর মুম্বই শিফট করেছেন পুনম খুরানা। ভিডিয়োটিতে পুনম খুরানাকে দেখানো হয়েছে যিনি বর্ণনা করেছেন, কীভাবে তিনি ৭৩ বছর বয়সে এসে একটি নতুন শহরে তাঁর নতুন জীবনের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করছেন।
ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘৭৩ বছর বয়সে এসে আমি কী দেখতে পাব? একাকীত্ব? এটাই কি আমার নিয়তি? ঘাঁটি স্থানান্তরিত হয়েছে এবং নতুন শহরে এসেছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটা ছাড়া পৃথিবীতে আমি এখনও শ্বাস নিচ্ছি?’ আরও পড়ুন: যুবরাজ, কাইফ এবং কার্তিকের স্ত্রীদের চেনেন? ছবিতে রইল পরিচয়
পুনম খুরানা জানিয়েছেন, কীভাবে তিনি অপরিচিতদের সঙ্গে দেখা করছেন, তাদের বন্ধু বানিয়েছেন, একদল মহিলা যাদের সঙ্গে প্রতিদিন দেখা করেন, তারা যোগব্যায়াম, পৌরাণিক কাহিনি এবং কিছু রসিকতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে মহিলারা হাসছেন এবং একসঙ্গে সময় কাটাচ্ছেন। শেষে তিনি লেখেন, ‘আমি মনে করি আমার জীবন সবে শুরু হয়েছে। আমি সবে প্রস্তুতি নিচ্ছি’।
ভিডিয়োটি শেয়ার করে তাহিরা ক্যাপশনে লিখেছেন, ‘শাশুড়ি ওরফে মা’। অপারশক্তি খুরানা, সোনাক্ষী সিনহা এবং একতা কাপুরের মতো সেলিব্রিটিরা মন্তব্য বিভাগে হার্ট ইমোজি দিয়েছেন। অনেক নেটিজেন ভালোবাসা প্রকাশ করেছেন ভিডিয়োতে।
গত ১৯ মে প্রয়াত হয়েছেন আয়ুষ্মান খুরানার বাবা। তারপর বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মনের কথা লিখেছেন আয়ুষ্মান। বাবার স্মরণ সভার একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল তাঁর মা কাঁদছেন। আয়ুষ্মান এদিন তাঁর মা এবং ভাই অপারশক্তি খুরানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন। এই পোস্টে তিনি লেখেন, 'মায়ের খেয়াল রাখতে হবে, আর সবসময় একসঙ্গে থাকতে হবে। বাবার মতো হতে গেলে বাবার থেকে অনেক দূর যেতে হয়। এই প্রথমবার মনে হচ্ছে বাবা একই সঙ্গে আমাদের থেকে অনেকটা দূর আবার কাছেও আছে।'
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'আমাদের বড় করার জন্য, ভালোবাসার জন্য, তোমার এত ভালো সেন্স অব হিউমার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক সুখস্মৃতি রয়ে গেল।'