গত মাস থেকে শুরু হয়ে গিয়েছে বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। অডিশন পেরিয়ে শো পৌঁছেছে মূল পর্বে। চ্যানেলের তরফ থেকে একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কেকে-কে ট্রিবিউট দিচ্ছেন প্রতিযোগী, বিচারক আর মেন্টররা।
‘আশিয়ানা মেরা’, ‘তু যো মিলা’ গাইতে শোনা গেল প্রতিযোগীদের। সঙ্গে মনোময়কে বলতে শোনা গেল, ‘সময়টা ছিল নব্বইয়ের দশক। ভারতের সংগীত জগত পেল এক নতুন কণ্ঠস্বর। আমাদের সবার প্রিয় কেকে। একজন শিল্পী সবসময় থেকে যান তার কাজের মাধ্যমে। তাই প্রিয় শিল্পী কেকেও থেকে যাবে স্মৃতিতে, গানে।’
প্রোমো দেখে ফের একবার চোখ ভিজল নেটপাড়ার। ‘মিস ইউ কেকে’, লিখলেন একজন। আরেকজন লিখলেন, ‘দেখতে দেখতে কীভাবে সময় কেটে যায়। সত্যি বলতে যতদিন বাঁচব মন খারাপ হলে তোমার গানই শুনব।’ ‘থ্যাঙ্ক ইউ জি বাংলা, এটার অপেক্ষাই করছিলাম’, ‘মন ভালো হয়ে গেল আমার’-এর মতো নানা কমেন্ট পড়েছে। একজন আবার লিখলেন, ‘আদৃতকে ডাকুন না। ও তো আপনাদের চ্যানেলেই আছে। কেকে - র গান ওর কন্ঠে খুব খুব সুন্দর মানায়।’
৩১ মে কলকাতার নজরুল মঞ্চে শো করে ফেরার পথে অসুস্থ বোধ করতে থাকেন কেকে। এরপর হোটেলে ফিরে আরও অসুস্থ বোধ করলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ডাক্তাররা মৃত ঘোষণা করেন গায়ককে। লাইভ শো করার কয়েক ঘণ্টার মধ্যে কেকে-যে এভাবে চলে যেতে পারেন তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তাঁর ভক্তরা। ৩১ মে রাতে চোখের জল ফেলেছিল গোটা দেশ। বলা ভালো নির্ঘুম রাত কেটেছিল। এখনও ভক্তদের স্মৃতিতে রয়ে গিয়েছেন তিনি।