বিতর্ক যতই থাক, লোকে বলে তিনিই নাকি বাংলাদেশের 'কিং খান'। হ্য়াঁ, ঠিকই বুঝেছেন শাকিব খানের কথা-ই বলছিলাম। তবে বাংলাদেশ, বাংলা সিনেমার গণ্ডি পার করে শাকিবকে এবার দেখা যাবে হিন্দি ছবিতে। ছবির নাম ‘দর্দ’। কিন্তু ছবিতে শাকিব খানের নায়িকা কে জানেন?
খোদ বলিউডের 'ভাইজান' সলমন খানের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শাকিবকে। জোর খবর, শাকিবের নায়িকা হচ্ছেন জারিন খান। যদিও শুধু জারিন-ই নন, শাকিবের নায়িকা হিসাবে উঠে এসেছিল প্রাচী দেশাই, নেহা শর্মা, শেহনাজ গিলের নাম। শেষপর্যন্ত এদের বাদ দিয়ে জারিনকে বাছা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই নাকি জারিনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এবিষয়ে এখনই কিছু বলতে নারাজ বাংলাদেশের পরিচালিক অনন্য মামুন, তিনিই কিনা শাকিব খানের এই হিন্দি ছবির পরিচালক। প্রসঙ্গত ২০১০ সালে 'বীর' ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন জারিন খান। তারপর বলিউডের আরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি 'হেট স্টোরি-থ্রি'তে দেখা গিয়েছে জারিনকে।
আরও পড়ুন-‘করিনা বড়ই অহংকারী’, খারাপ অভিজ্ঞতা জানালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, সহমত সুজান খান
আরও পড়ুন-‘আমার এই যাত্রা পথ গালি থেকে তালি পর্যন্ত…’ বৃহন্নলা হয়ে সুস্মিতার ভোলবদল, অবাক অনুরাগীরা…
আরও পড়ুন-'সেদিন মাথা এতটাই গরম হয়েছিল, যে ওই অনুরাগীকে ঘুষিই মেরে দিতাম', অকপট সতীশ শাহ
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকেই নাকি ছবির শ্যুটিং শুরু করবেন বাংলাদেশের শাকিব। শ্য়ুটিং হবে এদেশের বারাণসীতে। তবে শুধু হিন্দি নয়, তামিল তেলুগু সহ আরও বেশকিছু ভারতীয় ভাষাতেও মুক্তি পাবে শাকিবের এই ছবি। ভারত-বাংলাদেশ দুই দেশেই মুক্তি পাবে এই ছবি। এদিকে আবার কলকাতায় এসকে মুভিজের ছবিতেও শাকিবের অভিনয়ের কথা শোনা যাচ্ছে, অগস্ট মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৮ রাজীব বিশ্বাসের 'নাকাব' ছবিতে দেখা গিয়েছিল শাকিবকে।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের ছব 'প্রিয়তমা'। যে ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতায় ইধিকা পাল। এদিকে আবার ব্যক্তিগত জীবনে সম্প্রতি প্রাক্তন অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম জয়কে নিয়ে নিউ-ইয়র্কে বেড়াতে গিয়েছিলেন শাকিব খান। বুবলীর থেকে দূরত্ব তৈরি করে শাকিবের আরও এক প্রাক্তন অপুর কাছাকাছি আসা নিয়ে চর্চা শুরু হয়েছে।