২০২২ সালের শেষ ভাগে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুতে ভীষণ ভাবে ভেঙে পড়েন তাঁর বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী। তবে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে রামপ্রসাদ ধারাবাহিকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখনও ফেরেননি তিনি। তবে এবার ফিরতে চলেছেন কিন্তু অন্য ভাবে। আসছে তাঁর নতুন প্রজেক্ট। ন্যাড়া ছাদের গল্প।
আরও পড়ুন: 'অত কাছে গিয়েও...' অরিজিতের দেখা পেতে ছুটে যান মুর্শিদাবাদ, তবুও 'ভগবান' কেন দেখা দেননি শুভদীপকে?
সব্যসাচী-সায়কদের নতুন উদ্যোগ ন্যাড়া ছাদের গল্প
রামপ্রসাদ ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা মিলে বর্তমানে একটি পডকাস্ট শো করছেন। ইউটিউবে এতদিন তাঁরা নিয়মিত গল্প পোস্ট করতেন। এবার সেটাই নতুন রূপে আসছে ফেসবুকে। তাঁদের এই পডকাস্ট শোয়ের নাম ন্যাড়া ছাদের গল্প।
এদিন সেই বিষয়ে প্রচার করতে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন সায়ক, সব্যসাচী, পায়েলরা। যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়ও যুক্ত আছেন এই উদ্যোগের সঙ্গে। তাঁরা সকলে মিলে সম্প্রতি একটি গল্প পাঠ করেছেন। সেটা সহ তাঁদের এই উদ্যোগের প্রচার করতে তাঁরা সকলে মিলে লাইভে এসেছিলেন। সেখানেই সায়ক জানান 'নতুন কিছু আসছে খুব তাড়াতাড়ি! আমি, সব্য দা আর পায়েল দি একসঙ্গে, কি আসছে বলতো?'
আরও পড়ুন: খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রহস্য - রোমাঞ্চ - মজায় মোড়া 'মার্ডার মুবারক' কেমন হল?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'অনেক শুভেচ্ছা। আমি ইউটিউবে ন্যাড়া ছাদের গল্পের অন্যতম প্রথম সাবস্ক্রাইবার। খুব ভালো লাগে আপনাদের গল্প শুনতে। ভালো থাকবেন আপনারা সবাই।' আরেক ব্যক্তি লেখেন, 'আমি প্রত্যেকটা গল্প সব্যসাচীর শুনি। আমি গল্প শুনতে খুব ভালোবাসি গল্প শুনতে শুনতে আমি কাজও করি। আমার খুবই ভালো লাগে গল্প শুনতে। অনেক ধন্যবাদ ফেসবুকে আসার জন্য।' কেউ আবার বলেন, 'আমায় আপনাদের দলে নেবেন? আমি আবৃত্তি পাঠ করি। আশা করি সাহায্য করতে পারব।'