দ্য কেরালা স্টোরির মাধ্যমেই নজর কেড়েছিল পরিচলক - অভিনেত্রীর জুটি। এবং সঙ্গে ছিলেন প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। তাঁদের এই ত্রয়ী অর্থাৎ বিপুল অমৃতলাল শাহর সঙ্গে সুদীপ্ত সেন এবং আদা শর্মা আবার ফিরছেন বস্তার দ্য নকশাল স্টোরি নিয়ে। বস্তারে চলা নকশালদের অত্যাচারের ভয়ানক ছবি এবার বড় পর্দায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির দুই টিজার। এবার মুক্তি পেল ট্রেলার।
বস্তার দ্য নকশাল স্টোরির ট্রেলার
৫ মার্চ, মঙ্গলবার মুক্তি পেল বস্তার দ্য নকশাল স্টোরির ট্রেলার। ট্রেলারে উঠে এল বস্তার অঞ্চলে চলা নকশালদের ভয়ানক চিত্রের খণ্ড রূপ। জানা যায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের যত জওয়ান মারা গিয়েছেন, একটা সময় তার থেকে ঢের বেশি জওয়ানদের হত্যা করেছে নকশালরা। এমনকি তাঁদের 'কুত্তা' বলেও আখ্যা দেয় তারা। নির্বিচারে গুলি চালিয়ে খুন করে জওয়ানদের। বাদ যায় না নেতা মন্ত্রীরা। কোনও সাধারণ নাগরিক যদি ভারতীয় পতাকা তুলতো তাহলে তাঁদের হাত কেটে নেওয়া হতো। করা হতো খুন।
আরও পড়ুন: 'বেহায়া মহিলা একেবারে...' চাহালকে ছেড়ে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ পোজ ধনশ্রীর, চটে লাল নেটপাড়া
আরও পড়ুন: গল্প করতে করতেই শুরু নাচ! শাহরুখ - রিহানার যুগলবন্দিতে জমল অনন্ত - রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান!
এমনকি সেই অঞ্চলে 'নিয়ম' ছিল বাড়ির একজন সদস্যকে নকশালদের গ্রুপে পাঠাতেই হবে। এমন অবস্থায় দাঁড়িয়ে আইপিএস অফিসার হিসেবে আদা শর্মা কী করে নকশালদের অত্যাচার দমন করেন সেটাই এখানে তুলে ধরা হবে। এই ছবিতে আদা শর্মা আইপিএস নীরজা মাধবনের চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন: 'ভীষণই খারাপ লাগে...' নেটমাধ্যমে বারবার কটাক্ষের শিকার, ট্রোলিংয়ের কারণে কষ্ট পান মমতা?
বস্তার: দ্য নকশাল স্টোরির প্রসঙ্গে
বস্তার: দ্য নকশাল স্টোরি ছবিটির পরিচালনা করেছেন দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে আদা শর্মাকে। প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।