আসতে চলেছে ভূতপরী। সৌকর্য ঘোষালের পরিচালনায় আসছে এই ছবি। এই প্রথম হররধর্মী কোনও ছবিতে দেখা যেতে চলেছে জয়া আহসানকে। তবে এখানে রয়েছে মজার ছোঁয়াও। আগামী মাসে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগেই প্রকাশ্যে এল এই ছবির ঝলক। মুক্তি পেয়েছে ভূতপরী ছবির ট্রেলার।
ভূতপরী ছবির ট্রেলার
পরনে লাল শাড়ি, গয়না। এই বেশেই গ্রামে ঘুরে বেড়ায় বনলতার আত্মা। সে সকলকে ভয় দেখায়। সে সকলকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না। আবার ক্ষতিও করতে পারে না। তবে সে যদি কারও স্বপ্নে দেখা দেয় তাঁকে দিয়ে ক্ষতি অবশ্যই করাতে পারে। এমন সময় সে আবিষ্কার করে সে একটি বাচ্চা ছেলেকে ছুঁতে পারছে। আর সেটা দেখেই ভয় পেয়ে যায়। কিন্তু কেন? মানুষ নয়, একজন ভূত মানুষকে ভয় পাচ্ছে, কেন? আর কীভাবেই বা সেই ভূত পরী হয়ে উঠবে? আদৌ কি ভূতেদের মৃত্যু হয়? এসব প্রশ্নই উসকে দিল এই ছবির ট্রেলার। সঙ্গে আছে মজার ছোঁয়াও।
আরও পড়ুন: প্রেমিক রুবেলকে 'বেটা' বলে ডাকতেন শ্বেতা! বললেন, 'ওকে ভালো লাগলেও, প্রথমেই আমাদের....'
এদিন এই ছবির ট্রেলার শেয়ার করেন জয়া নিজেই। তিনি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘একজন ভূতের পরী হয়ে ওঠা। ভূতপরী আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের কাছের সিনেমা হলে!’
ভূতপরী প্রসঙ্গে
ভূতপরী ছবিটির পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এই ছবিতে বনলতা ওরফে ভূতের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তাঁর সঙ্গে সেই বাচ্চা ছেলেটির চরিত্রে দেখা যাবে বিশান্তক মুখোপাধ্যায়কে। এছাড়া এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবিটির গানের দায়িত্ব সামলেছেন নবারুণ ভট্টাচার্য। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।