বাংলা নিউজ > বায়োস্কোপ > Bibriti on Tathagata Mukherjee: 'পরিচালক' তথাগতর জন্মদিনে আদুরে পোস্ট বিবৃতির, 'ও তো তোমার বর' খোঁচা নেটিজেনদের

Bibriti on Tathagata Mukherjee: 'পরিচালক' তথাগতর জন্মদিনে আদুরে পোস্ট বিবৃতির, 'ও তো তোমার বর' খোঁচা নেটিজেনদের

তথাগতর জন্মদিনে আদুরে পোস্ট বিবৃতির

Bibriti Chatterjee on Tathagata Mukherjee: তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ পোস্ট লিখলেন বিবৃতি চট্টোপাধ্যায়। অভিনেতা তথা পরিচালককে কোন নামে ডাকলেন অভিনেত্রী?

ছোট পর্দার জন্মদিন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) জন্মদিন আজ। পারিয়া ছবির পরিচালক হামেশাই তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে চর্চায় উঠে আসেন। আবারও তাঁর জন্মদিনে সেই কারণে তিনি চর্চায় উঠে এলেন। প্রাক্তন স্ত্রী দেবলীনা দত্ত (Devlina Dutt) তাঁকে নিয়ে কোনও বিশেষ পোস্ট লেখেননি। পাবলিকলি তাঁকে শুভেচ্ছা জানাননি। অন্যদিকে যাঁকে নিয়ে এখন তথাগতর নাম হামেশাই জড়িয়ে যায় সেই বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) কিন্তু অভিনেতা তথা পরিচালককে নিয়ে একটি মিষ্টি পোস্ট লিখলেন। শেয়ার করলেন ছবিও।

বিবৃতি চট্টোপাধ্যায় যে তাঁর এবং তথাগত মুখোপাধ্যায়ের জর ছবি শেয়ার করেছেন সেখানে তাঁদের একে অন্যের দিকে তাঁকিয়ে থাকতে দেখা যাচ্ছে। বিবৃতি তাকিয়ে পরিচালকের দিকে। জিভ ভ্যাঙাচ্ছেন তাঁকে। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন পরিচালক।'

অভিনেত্রী যতই তাঁকে কেবল পরিচালক, দর্শকদের একাংশ কিন্তু কিন্তু মোটেই সেটা বিশ্বাস করেন না। বরং তাঁদের স্থির বিশ্বাস পরিচালক অভিনেত্রীর বাইরেও তাঁদের অন্য একটি সম্পর্ক আছে। অনেকেই তাঁদের পোস্টে নানা মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'মিথ্যে বলছ কেন? ও কি খালিই পরিচালক? ও তো তোমার বরও। সত্যিই বল না। অবশ্য অভিনেত্রীরা এমনই করে থাকেন।'

তবে আজ যে বিবৃতি চট্টোপাধ্যায় আর তথাগত মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা চলছে এমনটা কিন্তু নয়। অনেকেই মনে করেন তথাগত আর দেবলীনার সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছেন বিবৃতিই। তথাগত তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলেই সেই সম্পর্ক ভেঙে যায়।

২০২২ সালের অক্টোবর মাসে বিবৃতির সঙ্গেই তথাগত পাহাড় গিয়েছিলেন বলেই শোনা যায়। এমনকি এরপর পরিচালককে সমুদ্র বেড়াতে গিয়ে এক নারী মূর্তির ছবি পোস্ট করতে দেখা যায়। সেটা নিয়েও রহস্য ডানা বেঁধেছিল কে সেই রহস্যময়ী। যদিও এই নিয়ে বিশেষ কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি। যদিও বিবৃতিকে তথাগতর একাধিক ছবিতে দেখা গিয়েছে।

বন্ধ করুন