একরত্তি দেবীকে ঘিরে এখন সময় কাটছে মাম্মি বিপাশা বসু এবং পাপা করণ সিং গ্রোভারের। দেখে দেখতে এক মাস বয়স পূর্ণ করল সে। সেই উপলক্ষ্য কেক কেটে উদযাপন করলেন বলিউডের এই নতুন মা-বাবা।
করণের হাতে হাত রেখে কেক কেটেছেন বিপাশা। নেটমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আর ঠিক এভাবেই এক মাস পূর্ণ করল দেবী। ধন্যবাদ সবাইকে যারা দেবীকে ভালোবাসা ও আশীর্বাদ করে চলেছেন। আমরা কৃতজ্ঞ। দুর্গা দুর্গা।’ নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন করণ এবং বিপাশার এই ভিডিয়োতে।
আরও পড়ুন: সুজান, করিশ্মাদের সঙ্গে মুম্বইয়ে ছুটি কাটালেন প্রীতি, দেখুন পার্টির অন্দরের ছবি
মা হওয়ার পর থেকে বদলে গিয়েছে বিপাশার গোটা জীবন। মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। গত অগস্ট মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর দিয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী। আর নভেম্বরেই করণ-বিপাশার ঘরে আসে লক্ষ্মী। গত মাসের ১২ তারিখ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন ‘জিসম’ তারকা। মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার।
মেয়ের প্রথম ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে দেবী তৈরির ‘রেসিপি’ ভাগ করে নিয়েছিলেন বিপাশা। লিখেছিলেন, কী প্রণালীতে তৈরি হয়েছে তাঁদের দেবী! সঙ্গে ট্যাগ করেছেন করণকেও। রেসিপি আকারে ৬ পয়েন্ট হিসেবে লিখেছেন বলি সুন্দরী- ‘দেবদূতের মতো মিষ্টি শিশুর তৈরির জন্য আমাদের রেসিপি- ১) কাপের এক চতুর্থাংশ তুমি। ২) এক চতুর্থাংশ আমি। ৩) বাকি অর্ধেক কাপ মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ। ৪) ম্যাজিক এবং যা কিছু ভালো সব টপিংসে (উপরে) যাবে। ৫) ৩ ফোঁটা রামধনুর নির্যাস, পিক্সি ডাস্ট, ইউনিকর্ন এবং যা কিছু স্বর্গীয়, ছড়িয়ে দিতে হবে। ৬) সিজনিংয়ে স্বাদ মতো সমস্ত মিষ্টি এবং আরও সব ভালো ভালো জিনিস ছড়িয়ে নিতে হবে।’