বাংলা নিউজ > বায়োস্কোপ > সোনু সুদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল বিএমসি! কিন্তু কেন?

সোনু সুদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল বিএমসি! কিন্তু কেন?

সোনু সুদ

অনুমতি ছাড়াই জুহুর ছয় তলা আবাসনকে হোটেলে বদলে ফেলেছেন সোনু সুদ, এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ বিএমসি (BMC)। 

অতিমারী করোনার সময়ে যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ, তা সত্যিই কুর্নিশযোগ্য। অভিনেতার এই ভূমিকার প্রশংসা করেছেন সকলেই। তবে এবার বিতর্কে নাম জড়াল ‘সুপারম্যান’ সোনু সুদের। অভিনেতার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিল বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির দাবি জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরম অনুমতি না নিয়েই হোটেলে পালটে ফেলেছেন সোনু সুদ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। 

সোনুর দাবি তাঁর কাছে সমস্ত অনুমতিপত্র রয়েছে। একমাত্র মহারাষ্ট্র জোন ম্যানেজমেন্ট অথোরিটির (MCZMA) ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। 

জুহু পুলিশকে বিএমসি এই ঘটনার জেরে মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিং (MRTP) আইনের আওতায় অভিযোগ দায়ের করতে নির্দেশ দেয়। সোনু সুদ অনুমতি না নিয়ে আবাসন থেকে ওই বিল্ডিংকে আবাসিক হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেননি। নোটিশ জারি করবার পরেও কাজ বন্ধ করেননি সোনু সুদ, অভিযোগ বিএমসির। পুরসভা সূত্রে খবর গত বছর অক্টোবরেই নোটিশের বিরুদ্ধে নগর দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোনু, তবে কোনওরকম স্বস্তি মেলেনি। 

এই অভিয়োগ খারিজ করে টাইমস অফ ইন্ডিয়াকে সোনু সুদ জানিয়েছেন, ‘আমি প্রয়োজনীয় অনুমতি দিয়েছিলাম বিএমসির কাছ থেকে ওই বিল্ডিংয়ের ব্যবহারে বদলে আনতে। এটা মহারাষ্ট্র জোন ম্যানেজমেন্ট অথোরিটির অন্তর্ভূক্ত, কোভিড-এর কারণে এখনও ছাড়পত্র আসেনি। কোনওরকম আইন লঙ্ঘন হয়নি, আমি সবসময় আইন মেনে কাজ করি। এটা করোনা যোদ্ধাদের হোটেল হিসাবে ব্যবহার করা হয়েছে, যদি অনুমতি না আসে তাহলে এটা আবাসনে বদলে দিতে আমি রাজি আছি। আমি বিএমসির অভিযোগের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হব’। 

মুম্বই জোন-৯-এর ডিসিপি অভিষেক ত্রিমুখে জানান পুলিশ প্রাথমিক তদন্ত চালাচ্ছে, এবং পরবর্তীতে এফআইআর দায়ের করা হবে। 

বন্ধ করুন