বাংলা নিউজ > বায়োস্কোপ > Buddhadeb Guha: ঋভু-ঋজুদা'র স্রষ্টা আর নেই! নবীন পাঠক মনকে পরিণত করেছেন বুদ্ধদেব গুহ

Buddhadeb Guha: ঋভু-ঋজুদা'র স্রষ্টা আর নেই! নবীন পাঠক মনকে পরিণত করেছেন বুদ্ধদেব গুহ

 চিরঘুমে সাহিত্যিক বুদ্ধদেব গুহ (ছবি- সংগৃহীত)

ভালবাসারা গভীরতা আর অরণ্যের গহীনতা ঘুরে ফিরে এসেছে তাঁর লেখনিতে।অরণ্যে ঘুরে বেড়ায় তাঁর গল্পের চরিত্ররা। তাঁর কাহিনির নায়ক,ঋজুদা, রুরু, পৃথু….

বুদ্ধদেব গুহ মানে অনেক স্মৃতি, অনেকখানি আবেগ। সেই স্মৃতি-আবেগ বইয়ের পাতা থেকে বেরিয়ে মনের মণিকোঠায় কখন যে জায়গা করে নেয়, তার টেরই পাওয়া বেশ  মুশকিল। জীবনের ‘আয়নার সামনে’ ৮৫টি বসন্ত পার করে না ফেরার দেশে পারি দিয়েছেন, ‘ঋজুদা'র স্রষ্টা। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল এই প্রবীণ বাঙালি সাহিত্যিককে। বিরাট শূন্যতা তৈরি হল বাংলা সাহিত্য জগতে। 

‘মাধুকরী’র পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাঁচতে। আর এই গল্পের সৃষ্টিকর্তা চেয়েছিলেন সহজ ভাষার জাদুতে পাঠকের মনের গহীনে প্রবেশ করতে। ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’র অভিযানেও পাঠক মনকে শামিল করতেন তিনি। তবে বুদ্ধদেব গুহ কিন্তু মোটেই শিকার বা অরণ্য কাহিনির লেখক নন। শিকার বা অরণ্যকে ছাপিয়ে গিয়েছে তাঁর লেখনি, ধরা পড়েছে একটা বিশেষ সত্ত্বা- ‘প্রেমিক’। সেই প্রেম একই সঙ্গে প্রকৃতি ও নারীর দিকে বহমান। 

বিশ্ব সাহিত্যে ‘ইয়ং অ্যাডাল্ট’ ধারার প্রচলন থাকলেও বাংলা সাহিত্যে তা বিরল। এই ধরণের সাহিত্যে ধারায় পরিণত বয়স্ক পাঠকও ফিরে যায় তাঁর কৈশরে, আবার ইয়ং-দের অ্যাডাল্ট হয়ে উঠতে সাহায্য করে। বুদ্ধদেব গুহ-র লেখা বহুচর্চিত উপন্যাস ‘একটু উষ্ণতার জন্য’ বয়ঃসন্ধির এক ভাবনাকে তুলে ধরেছে। ভালবাসারা গভীরতা আর অরণ্যের গহীনতা ঘুরে ফিরে এসেছে তাঁর লেখনিতে।

বুদ্ধদেব গুহ-র লেখনি মধ্যবিত্ত জীবন থেকে বেশ খানিকটা দূরে, অরণ্যে ঘুরে বেড়ায় তাঁর গল্পের চরিত্ররা। তাঁর কাহিনির নায়ক,ঋজুদা, রুরু, পৃথু। নায়িকাদের নাম টিটি, টুঁই, কুর্চি। কিন্তু মধ্যবিত্ত বাঙালি মনকে তাঁর কলম নাড়িয়ে দিয়েছে বারবার। 

বুদ্ধদেব গুহ-র অনন্য সৃষ্টি ঋজুদা। তিনি একসময় শিকারি, পরে অরণ্যপ্রেমিক। তিনি লার্জার দ্যান লাইফ এক চরিত্র, কোনওভাবেই  ‘গুগুনোগুম্বারের দেশে’ বা ‘রুআহা’কে শিকারি কাহিনি বলা চলে না। বণ্যপ্রাণ ও মানুষের জীবনপঞ্জির এক অদ্ভূত সংমিশ্রণ ধরা পড়ে এই দুই উপন্যাসে। বিভূতিভূষণ পরবর্তী অরণ্য সাহিত্যকে অন্য মাত্রা দিয়েছিলেন বুদ্ধদেব গুহ, তবে একদম নিজের মতো করে। 

লেখকের ‘মাধুকরী’ বা ‘চাপরাশ’-এর মতো উপন্যাসে ফুটে উঠেছে মধ্যবিত্ত বাঙালির অপরিপূর্ণ বাসনাগুলোর হাতছানি। বুদ্ধদেবের গল্পের নায়করা বরাবরই বিচ্ছিন্ন, এটাই তাঁর দর্শন। ‘মাধুকরী’-র নায়ক পৃথু ঘোষও চেয়েছিল ‘বাঘের মতো বাঁচতে’। কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির কাছে, নারীর কাছে মাধুকরীর ঝুলি নিয়ে তাঁরা দাঁড়িয়ে রয়েছে। 

বুদ্ধদেব গুহ-র লেখা কিছু উপন্যাস ( ছবি-সংগৃহীত)
বুদ্ধদেব গুহ-র লেখা কিছু উপন্যাস ( ছবি-সংগৃহীত)

বুদ্ধদেবের কলমে উঠে এসেছে ‘ঋভু’-র জগতও। ‘ঋভুর শ্রাবণ’  ‘শিশুসাহিত্য’ নয়, বরং শৈশব থেকে বেরিয়ে আসার আখ্যান ছিল এটি।  মনকেমন করা ছড়িয়ে ছিটিয়ে রয়েছ এই সিরিজ জুড়ে। বুদ্ধদেব গুহ-র অপর চর্চিত উপন্যাস ‘বাবলি’। টিনএজ বয়সে বাড়ির বড়দের কাছে লুকিয়ে এই উপন্যাস পড়েনি এমন বাঙালি হাতেগোনা। এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছেও সমান আকর্ষনীয় ‘বাবলি’, তথাকথিত রূপসী নয় সে, কিন্তু তাঁকে ভালো না বেসে থাকতে পারে না পাঠক। 

তবে শুধু লেখক নন, সাহিত্যের অনান্য ভাঁড়ারকেও তিনি সমৃদ্ধ করেছেন। ছবি এঁকেছেন, গান গেয়েছেন, ছড়া লিখেছেন- এক কথায় জীবদ্দশায় শিল্প-সাহিত্যের একাধিক ধারায় নিজ ছাপ রেখে গিয়েছেন বুদ্ধদেব গুহ। তবে পেশাদার জীবন তিনি শুরু করেছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। দিল্লির কেন্দ্রীয় রাজস্ব বোর্ড থেকে পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তবে সাহিত্যের প্রতি ভালোবাসা আর কলমের জোরেই তিনি হয়ে উঠেছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। ঋজুদা আর ঋভুর সঙ্গে আজ তাঁদের স্রষ্টাও পারি দিয়েছেন রহস্যমাখা গন্তব্যে, হয়ত গান ধরেছেন নিজের পছন্দের। অরণ্য পেরিয়ে অজানা এক গন্তব্য, এই অভিযানের কোনও শেষ নেই। 

বায়োস্কোপ খবর

Latest News

সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত? শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি IPL 2024: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KKR,এক ধাপ উপরে থেকে গেল SRH স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.