ছবিতে থাকা বাঙালি বধূর বেশে মেয়েটি কিন্তু আদতে টলিউড তথা বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী। এমনকি তাঁর সঙ্গে আছে অমর্ত্য সেনের নিবিড় যোগ। তাও চিনতে পারছে না? তাহলে জানাই ইনিই কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবির নায়িকা। এবার পারলেন? হ্যাঁ, ছবিতে থাকা মেয়েটি আর কেউ নন অমর্ত্য সেনের কন্যা, তথা বিখ্যাত অভিনেত্রী নন্দনা দেব সেন। তিনি সম্প্রতি। তাঁরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যেখানে তাঁকে তাঁর বিয়ের সাজে দেখা যাচ্ছে।
নন্দনা দেব সেনের বিয়ের ছবি
কিছুদিন আগেই বিশ্ব শিল্প দিবস বা ওয়ার্ল্ড আর্ট ডে ছিল। সেই উপলক্ষ্যে নন্দনা দেব সেন এই ছবিটি পোস্ট করেছেন। সেখানে তাঁকে লাল টুকটুকে বেনারসি, ম্যাচিং ব্লাউজ ওড়নার সঙ্গে আর চার পাঁচটা বাঙালি মেয়ের মতোই গা ভর্তি সোনার গয়না, টিপ, কলকা, মুকুট, মালা, ইত্যাদি পরে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ভোটের ময়দানের লড়াইকে সরিয়ে 'বন্ধু' রচনার পাশে লকেট, মিমের বিরোধিতা করে বললেন, 'খারাপ লাগে এসব...'
এক ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'আমার বড় হয়ে ওঠা কলকাতাতেই। আমি আমার মধ্যে আমাদের দুর্দান্ত শৈল্পিক সংস্কৃতিকে বহন করে চলি। যখন এই ছবিগুলোকে ফিরে দেখি এখানে যে আমি কেবল নিজেকে বাঙালি বধূ হিসেবে দেখি সেটা না। বহু প্রজন্ম ধরে চলে আসা একটা দুর্দান্ত শিল্পকে দেখতে পাই। এই মুকুট, শাঁখা পলা, দুর্দান্ত পোশাক কেবল মুগ্ধতা নয়। এটা আমার শহরের শিল্প। এই বিশ্ব শিল্প দিবসে এই ছবির মাধ্যমেই আমি আমার শহর কলকাতার সাংস্কৃতিক এই সৌন্দর্যকে আমার শ্রদ্ধা জানাচ্ছি।'
আরও পড়ুন: পরিচারিকাকে পাহারায় বসিয়ে রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার
কে নন্দনা দেব সেন?
নন্দনা দেব সেন হলেন নোবেল প্রাপক অমর্ত্য সেন এবং সাহিত্যিক নবনীতা দেব সেনের মেয়ে। তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ছবি অটোগ্রাফে দেখা গিয়েছিল। এছাড়া তিনি বলিউডে প্রিন্স, রং রাসিয়া, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।