বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone's Sister: ছুটির মুডে মালদ্বীপে দীপিকার বোন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন 'খুশির ঠিকানা'র ছবি

Deepika Padukone's Sister: ছুটির মুডে মালদ্বীপে দীপিকার বোন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন 'খুশির ঠিকানা'র ছবি

ছুটির মুডে মালদ্বীপে দীপিকার বোন

Deepika Padukone's Sister: দীপিকা পাড়ুকোনের বোন অনিশা পাড়ুকোন ছুটির মুডে মালদ্বীপে ধরা দিলেন। তাঁর সেই ছুটির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রীর বোন।

দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone's Sister) বোন অনিশা (Anisha Padukone) এখন মালদ্বীপে (Maldives) ছুটি কাটাতে ব্যস্ত। অনিশা পেশায় একজন গোলফার। তিনি এখন ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি দিয়েছেন আর তাঁর সেই ছুটির একাধিক ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।

সোমবার, ১ মে অনিশা তাঁর ইনস্টাগ্রামে মালদ্বীপের একটি লাক্সারি রিসোর্টে কাটানো ছুটির মুহূর্তের ছবি পোস্ট করেছেন। তাঁকে কালো রোদচশমা পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে সাদা কালো সুইমস্যুট পরেছিলেন তিনি। চওড়া হাসি হেসে ক্যামেরার জন্য পোজ দেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের ছুটির ছবিগুলো শেয়ার করে অনিশা লেখেন, 'আমার খুশির জায়গা।' তাঁর পোস্টে এক ব্যক্তি লেখেন, 'আপনার ছবিগুলো দারুণ লাগছে।' আরেকজন লেখেন, 'ওয়াটার বেবি।'

একদিন আগে তিনি ইয়াচটে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে সাদা পোশাক এবং কালো সানগ্লাসে দেখা যায়। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এখন সমুদ্রই হল দিন।' তিনি ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়েও বিচের ধারে ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, 'গোল্ডেন সময়কে আরও সুন্দর করে তুলছি।'

অভিনেত্রীর বোনকে এখানে গিয়ে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি করতেও দেখা যায়। সেসবের ছবিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। স্নোরলিং করেন তিনি সেখানে।

গত মাসে বোনের সঙ্গে ভুটানে ছুটি কাটাতে গিয়েছিলেন অনিশা। দীপিকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। এমনকি মার্চ মাসে দীপিকা যখন লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন তখনও তাঁর সঙ্গে তাঁর বোন গিয়েছিলেন। সেখানে দীপিকা ৯৫ তম আকাদেমি পুরস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে ছিলেন। এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন অনিশা। একটি ছবি পোস্ট করে লেখেন, 'অনবদ্য মুহূর্তের সাক্ষী রইলাম। এমন কোনও অনুষ্ঠানের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। যাঁরা যাঁরা এবার ভারতকে রিপ্রেজেন্ট করছেন এই অনুষ্ঠানে তাঁদের এবং সমস্ত বিজয়ীদের অনেক শুভেচ্ছা।'

বন্ধ করুন