বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: টলিউডের সুপারস্টার, তবুও বিলাসবহুল গাড়ি ছেড়ে আজও ট্যাক্সি-অটো চড়েন দেব!

Dev: টলিউডের সুপারস্টার, তবুও বিলাসবহুল গাড়ি ছেড়ে আজও ট্যাক্সি-অটো চড়েন দেব!

আজও ট্যাক্সি-অটো চড়েন দেব!

Dev: টলিউডের সুপারস্টার তিনি। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ১৮ বছর। তাও এখনও যাতায়াতের জন্য অটো, ট্যাক্সি ব্যবহার করেন দেব!

মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। কাট টু। দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে গিয়েছে। টলিউডে নিজের একটা শক্ত জমি তৈরি করেছেন তিনি। না কেবল শক্ত জমি নয়, তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টারও বটে, দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। তৈরি করেছেন নিজের প্রযোজনা সংস্থা। নতুন নতুন ছেলে মেয়েদের কাজ দিচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও নিজের অতীতটাকে, স্ট্রাগলের দিনগুলো ভুলে যাননি দেব।

স্ট্রাগল পিরিয়ড নিয়ে কী বললেন দেব?

মুম্বই থেকে যখন কলকাতা এসেছিলেন দেব তখন তাঁর কাছে ট্যাক্সি চড়াটা লাক্সারি ছিল। মেট্রো করে শুটিংয়ে যেতেন। আর এত বছর পর নিজের যোগ্যতায় গাড়ি, বাড়ি সব করেছেন। তবুও নিজের শিকড় কিন্তু ভোলেননি, উল্টে এখনও তিনি প্রয়োজনে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন বলেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দেব।

আরও পড়ুন: জ্যাকেটের মধ্যে থেকে উঁকি মারছে ছোট্ট কুকুরছানা, ‘পারিয়া’ মুক্তির আগে অভিনব বাইক র‍্যালি বিক্রম-শ্রীলেখাদের

আরও পড়ুন: দিদির সঙ্গে সোফায় বসে একরত্তি, ছোটবেলার ছবি থেকে চিনতে পারলেন বলিউড তারকাকে?

দেব সেই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি দিল্লিতে যখন সাংসদ ভবনে যান তখন তিনি ট্যাক্সি করেই যান আজও। অন্যদিকে মুম্বইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতায় এসে তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। তবে প্রোডাকশন থেকে টাকা পেলে কোনও কোনওদিন ফেরার সময় ট্যাক্সি করতেন। আজও সেই স্মৃতি ভোলেননি।

সদ্যই টলিউডে ১৮ বছর পূর্ণ করলেন তিনি। অগ্নিশপথ ছবির মাধ্যমে হাতেখড়ি হয়েছিল তাঁর। তারপর অনেকটা সময় পেরিয়েছে। নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে তুলে ধরেছেন দেব। সামনে মুক্তি পাবে তাঁর একগুচ্ছ ছবি।

আরও পড়ুন: ভেঙেছে সংসার, স্বামী ফের বিয়ে করতেই কার উদ্দেশ্যে সানিয়া লিখলেন '...নইলে মুকুট পড়ে যাবে'

আরও পড়ুন: 'ছোট থেকেই খালি বিয়ে করতে চাই', দিদি নম্বর ওয়ানে আর একা নয়, বরকে নিয়ে আসতে চান অন্বেষা!

দেবের আগামী প্রজেক্ট

দেবকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। আগামীতে তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে। সদ্যই শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউলের শুট। এটা এবছরের পুজোয় মুক্তি পাবে। অন্যদিকে তাঁকে খাদান ছবিটিতেও দেখা যাবে, সেটার শুট শুরু হবে শীঘ্রই। এছাড়া অভিজিৎ সেনের ছবি তো আছেই।

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.