বহুদিনের জলঘোলা, কানাঘুষোর পর গত মাসে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। সত্যিই বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের। তাঁরা তাঁদের সম্পর্কের ইতি টেনেছেন। ইতিমধ্যেই তৃতীয় বার বিয়েও করে ফেলেছেন শোয়েব মালিক। সংসার ভাঙার পর ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন সানিয়া। তারপর এদিন তিনি একটি নতুন পোস্ট করলেন। সেখানেই উঠে এল এক বিশেষ বার্তা।
সানিয়া মির্জার নতুন পোস্ট
সানিয়া মির্জা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট করেন। সেখানে সানিয়া মির্জাকে একটি মাল্টি কালারের ফ্লোরাল প্রিন্টের কাফতান এবং প্যান্টের সেট পরে থাকতে দেখা যাচ্ছে। তাঁর হাতে ধরা রয়েছে একটি ছোট্ট সবুজ রঙের ব্যাগ। এই টেনিস তারকার কানে রয়েছে মুক্তোর কানের দুল। একেবারে হালকা মেকআপ এবং ন্যুড লিপস্টিক দেখা যায় তাঁর ঠোঁটে। পায়ে ছিল ন্যুড হিলস।
আরও পড়ুন: 'ছোট থেকেই খালি বিয়ে করতে চাই', দিদি নম্বর ওয়ানে আর একা নয়, বরকে নিয়ে আসতে চান অন্বেষা!
এই ছবিগুলো পোস্ট করে সানিয়া লেখেন, 'উঠে দাঁড়াও রাজকুমারী, নইলে তোমার মুকুট খসে পড়বে।' এই ক্যাপশন দেওয়া পোস্টে সানিয়াকে একাধিক ছবি পোস্ট করতে দেখা যায়। প্রথম ছবিতে তিনি একটি চেয়ারে বসে আছেন। পরের দুটো ছবিতেও তাঁকে সেই চেয়ারে বসে বিভিন্ন পোজ দিতে দেখা যায়। শেষ ছবিতে তিনি দাঁড়িয়ে পোজ দিয়েছেন।
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'একদম। তুমি এমন একজন মানুষ যে তাঁর নিজের মুকুট খসে পড়তে দেবে না। তুমি এমন রানি যে অন্যান্যকে অনুপ্রেরণা দাও।' কেউ আবার লেখেন, 'তোমাকে ঈশ্বর আরও অনেক সাহস দিন।'
আরও পড়ুন: 'উদ্দেশ্য একটাই ছিল...', পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির
সানিয়া-শোয়েব প্রসঙ্গে
২০১০ সালে বিয়ে করেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। চর্চায় উঠে আসে তাঁদের সম্পর্ক। তাঁদের একটি পুত্র সন্তানও আছে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদের চর্চা চলছে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল তাঁরা আর একসঙ্গে নেই। তাঁদের বিচ্ছেদ আসন্ন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন সানিয়া যা এই জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। অবশেষে সেই জল্পনায় ইতি পড়ল। এরপর জানুয়ারি মাসে ফের বিয়ে করেন শোয়েব।