ব্যোমকেশের খোলস ছেড়ে এবার নতুন ভূমিকায় দেব। পুজোয় ‘বাঘাযতীন’ নিয়ে হাজির হবে তারকা, তার আগেই ক্রিসমাস রিলিজের শ্যুটিং শুরু করবেন জোরকদমে। বুধবার থেকে উত্তরবঙ্গে শ্যুটিং শুরু হল ‘প্রধান’-এর। দেবের এই ছবির হাত ধরেই বড় পর্দায় আত্মপ্রকাশ হচ্ছে মিঠাইরানির!
এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে দেবকে। দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলক শেয়ার করে সেই খবরে সিলমোহর দিয়েছেন ‘দীপক প্রধান’ দেব। বুধবারই এই ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের চলসায় (জলপাইগুড়ি জেলার একটি শহর) হাজির হয়েছেন দেব, সোহম, সৌমিতৃষারা। বৃহস্পতিবার শ্যুটিংয়ে যোগ দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। 'টনিক'-এর পর এই ছবিতে ফের একসঙ্গে দেব-পরাণ, পরিচালনার দায়িত্বেও অভিজিৎ সেন। প্রধান প্রযোজনা দায়িত্বে রয়েছেন দেব স্বয়ং, সঙ্গী অতনু রায়চৌধুরী। টিমের সঙ্গে উত্তরবঙ্গে হাজির অতনু রায়চৌধুরীরও।
গল্পের প্রয়োজনেই পাহাড়ি প্রেক্ষাপট বেছে নেওয়া হয়েছে। তবে গল্প ভাঙতে না-রাজ পরিচালক-প্রযোজক। সবটাই রাখা হচ্ছে আড়াল। এই ছবির জন্য ফের নিজেকে ভেঙেছেন দেব, অনেকটা ওজন ঝরিয়েছেন তারকা। বুধবার থেকেই শ্যুটিং শুরু করে ফেলেছেন দেব-সোহমরা। আট বছরের লম্বা ব্যাবধানের পর ফের একফ্রেমে ধরা দেবেন দেব-সোহম।
জানা যাচ্ছে, ১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানান জায়গায় শ্যুটিং করবে টিম ‘প্রধান’। শ্যুটিংয়ের একদম শেষের দিকে টিমের সঙ্গে যোগ দেবেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবিতে বিশেষ ভূমিকায় থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী।
ছোটপর্দার অতি চর্চিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। দেবের সঙ্গে তাঁর রসায়ন বড় পর্দায় দেখতে উদগ্রীব ভক্তরা। নিজের ডেবিউ ছবি নিয়ে আশাবাদী সৌমিতৃষাও। দেবের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর কাছে বড় পাওনা। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী এর আগে জানিয়েছেন, ‘এটা আমার প্রথম ছবি, তাই আমি ভীষণ খুশি। অতনু স্যার (অতনু রায়চৌধুরী), অভিজিৎ স্যার (অভিজিৎ সেন) দেবদা (দেব), সকলেই ভীষণ ভালো, ট্যালেন্টেড মানুষ, ওঁদের নিয়ে আমি কীই বা বলতে পারি। এটা আমার কাছে আশীর্বাদ'।
প্রসঙ্গত, 'বাঘাযতীন' ছবির নায়িকা হিসাবেই সৌমিতৃষাকে বেছেছিলেন দেব কিন্তু সেইসময় মিঠাই-এর শ্যুটিংয়ে অভিনেত্রী ব্যস্ত থাকায় কথা এগোয়নি। এরপর প্রধান-এর জন্য সৌমিতৃষাকে সিলেক্ট করা হয়। দেব জানান-'যে চরিত্রটা ওখানে রয়েছে, তার সঙ্গে সৌমিতৃষা খুব ভালো ফিট করে'।
এখনও হলে রমরমিয়ে চলছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য', তার মাঝেই নতুন শুরু দেবের। খবর, প্রধান-এর শ্যুটিং শেষ করেই শঙ্কর হিসাবে ফিরবেন দেব। ‘চাঁদের পাহাড়’ ফ্রাঞ্চাইসির তিন নম্বর প্রোজেক্টের জন্য নাকি ‘হ্যাঁ’ বলেছেন তারকা। শুরুতে শোনা গিয়েছিল এসভিএফের প্রযোজনায় রাজ চক্রবর্তীর কপ ইউনিভার্সের অংশও নাকি হতে চলেছেন দেব। তবে কানাঘুষো গল্প পছন্দ না হওয়ায় সেই প্রোজেক্ট থেকে নাকি সরে দাঁড়িয়েছেন ঘাটালের সাংসদ। আপতত নতুন হিরোর খোঁজ রাজ।