বাংলা নিউজ > বায়োস্কোপ > Devlina Kumar: ‘আমার প্রচুর বিয়ের সম্বন্ধ আসছে’, তবে কি গৌরবকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে দেবলীনা?

Devlina Kumar: ‘আমার প্রচুর বিয়ের সম্বন্ধ আসছে’, তবে কি গৌরবকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে দেবলীনা?

দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। 

Devlina Kumar: হ্যাঁ, দেবলীনার বিয়ের সম্বন্ধের ছড়াছড়ি। তিনি যে আগে থেকেই বিবাহিতা তাতেও অসুবিধা নেই পাত্রপক্ষের! ১০০টা উটের বদলে এসেছে বিয়ের প্রস্তাব। কোথায় ঘটল এমন ঘটনা? 

এই তো বছর কয়েক আগের কথা, গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন দেবলীনা কুমার। করোনা আবহেও জাঁকজমক করে সাত পাক ঘোরেন দুজনে। টলিপাড়ার অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত গৌরব-দেবলীনা। কিন্তু আচমকাই দেবলীনা জানালেন, তাঁর নাকি প্রচুর বিয়ের সম্বন্ধ আসছে। তাও খালি হাতে নয়, পণ দিয়ে তাঁকে ঘরে তুলতে চাইছে পাত্রপত্র!

দেবলীনা যে বিবাহিতা তাতেও আপত্তি নেই সেইসব পাত্রপক্ষের! আসলে সেখানকার মানুষ তো ভাবতেই পারছে না, লোকে একটা বিয়েতেই সন্তুষ্ট। উত্তেজিত হয়ে এইসব কথা নিজের মুখেই জানিয়েছেন উত্তম কুমারের নাতবউ। সদ্যই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হয়েছিলেন দেবলীনা। সেখানেই রচনার জেরার মুখে পড়েন গৌরব ঘরণী। গত কয়েকমাস ধরে খুব ঘুরছেন অভিনেত্রী। কখনও মার্কিন মুলুক তো কখনও মিশর আবার কখনও ফুকেত। গৌরব ব্যস্ত ছিলেন ‘গাঁটছড়া’র শ্যুটিংয়ে। সেইসময় মা-বাবার সঙ্গে মিশর গিয়েছিলেন দেবলীনা। যদিও দেবাশিস কুমার কন্যা জানান, কাজের সূত্রেই সেখানে যাওয়া।

মরুভূমির দেশের লোকজন এই বাঙালি কন্যার সৌন্দর্যে মুগ্ধ। সেখানেই ১০০টা উট দিয়ে দেবলীনাকে ঘরের বউ করতে চেয়েছেন অনেকে। দেবলীনা জানান, ‘মিশরে গিয়ে খুব ভালো লেগেছে। পিরামিডের সামনে তো আমি নেচেওছি। ওখানে আমার বিয়ের প্রচুর সম্বন্ধ এসেছে। গোরু আর উট দিয়ে লোকজন বিয়ে করতে চেয়েছে। একজন তো ১০০টা উট দিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল। বাবা বলল, বিয়ের দরটা ভালোই এখানে দেখছি (হাসি)’। এরপর ‘সাহেবের চিঠি’র খলনায়িকার সংযোজন, ‘ওখানে তো লোকজন বিশ্বাসই করতে পারে না মানুষের একটা বিয়ে। বাবাকে বলছে, আপনার একটাই বউ?’।

দেবাশিস কুমার এটা শুনে জানান, ‘হ্যাঁ, আমার একটাই বউ, ওটাই ঠিক আছে’। পিরামিডের ভূমিতে বেড়ানোর এমনই অভিজ্ঞতা দিদির মঞ্চে উপুড় করে দিলেন দেবলীনা। 

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত নাম এই বিধায়ক কন্যা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালের নাচের অধ্যাপক অভিনেত্রী। রুপোলি পর্দা থেকে ছোট পর্দায় অভিনয়, সবটাই এখন সামলাচ্ছেন সমানতালে। 

২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন গৌরব-দেবলীনা। যদিও তাঁদের প্রেমের শুরুটা ২০১৭ সালে। গৌরবের দিদির বাড়িতে লক্ষ্মী পুজোয় শরিক হয়েছিলেন দেবলীনা। সেখানে ধপাস করে প্রেমে পড়ে যান গৌরবের। সেখানেই ধপাস করে প্রেমে পড়ে যান গৌরবের। গৌরবের বোনের বিয়েতে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। তিন বছর চুটিয়ে প্রেম করবার পর গাঁটছড়া বাঁধেন দুজনে। দেবলীনার এটা প্রথম বিয়ে হলেও, গৌরব আগেও বিয়ে করেছিলেন। অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে গৌরবের দাম্পত্য খুব বেশিদিন টেকেনি। 

বন্ধ করুন