খান-কুমারদের তালিকায় সামিল তাপসী পান্নু। কারণ 'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতোই বক্স অফিসে ধুঁকছে 'দোবারা'। অনুরাগ কশ্যপ পরিচালিত অন্য স্বাদের এই ছবি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারল না। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ছবির প্রথম তিন দিনের আয়ের অঙ্ক।
১৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পায় 'দোবারা'। প্রথম দিন মাত্র ৭২ লাখ টাকা এসেছে ছবির ভাঁড়ারে। দ্বিতীয় দিন সেই অঙ্ক খানিক বাড়ে। শনিবার এক কোটির একটু বেশি ব্যবসা করে স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর হিন্দি পুনর্নির্মাণ। অর্থাৎ দু'দিনে মাত্র দু'কোটির পৌঁছনোও অসম্ভব হয়ে দাঁড়ায় এই ছবির পক্ষে।
রবিবার ৯০ লাখ টাকা আয় করে 'দোবারা'। অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে ছবির আয় কম। সব মিলিয়ে তিন দিনে এখনও তিন কোটিও আসেনি ছবির ভাঁড়ারে।
(আরও পড়ুন: প্রথম দিনই ভরাডুবি! মাছি তাড়াচ্ছেন হল মালিকরা,তাপসীকে চরম খোঁচা KRK-র)
সমালোচক মহলে যদিও 'দোবারা' প্রশংসিত। কুবরা সৈত, এলি আব্রামের মতো তারকারাও ছবিটিকে পছন্দ করেছেন। এমনকী ছবির বিষয় নিয়ে চর্চা চলছে দর্শকমহলেও। বক্স অফিসের হিসেবনিকেশে যদিও তার প্রতিফলন নেই।
গত জুলাইয়ে মুক্তি পায় তাপসীর 'সাবাশ মিঠু'। ভারতের প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজের জীবনীচিত্রে নামভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সেই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
(আরও পড়ুন: ইমেজ নষ্টের ভয়? ‘ডার্টি পিচকার’-এর সিকুয়েলে ‘না’ কঙ্গনার,দৌড়ে রয়েছেন কৃতী-তাপসী)
স্পোর্টস ড্রামাটি মুক্তির প্রথম দু'দিনে মাত্র ৯০ লাখের ব্যবসা করেছিল। তৃতীয় দিনে সেটির ভাঁড়ারে আসে দেড় কোটির কিছু বেশি।
চলতি বছরে আপাতত তাপসীর দু'টি ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে। দু'টিই দর্শকের মন জয়ে ব্যর্থ। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েও বক্স অফিসে ছাপ ফেলতে পারল না 'দোবারা'।