বাংলা নিউজ > বায়োস্কোপ > Dream Girl 2 Box Office Collection: বক্স অফিসে ড্রিম গার্ল ২-র পতন অব্যাহত, পঞ্চমদিনে মোট কত আয় করল আয়ুষ্মানের ছবি?

Dream Girl 2 Box Office Collection: বক্স অফিসে ড্রিম গার্ল ২-র পতন অব্যাহত, পঞ্চমদিনে মোট কত আয় করল আয়ুষ্মানের ছবি?

ড্রিম গার্ল ২-র পতন অব্যাহত

Dream Girl 2 Box Office Collection: মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহের সোমবারই হুড়মুড়িয়ে কমেছিল ড্রিম গার্ল ২-র আয়। মঙ্গলবারও এই ছবি ডাবল ডিজিট ছুঁতে পারল না।

২৫ অগস্ট মুক্তি পায় ড্রিম গার্ল ২। আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবিটি প্রথম কদিন বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছিল। কিন্তু সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমলো ছবির আয়। আর তারপর থেকে সেটা আর বাড়েনি। প্রথম সোমবারের পরীক্ষায় ডাঁহা ফেল করেছে এই ছবি। মঙ্গলবারও ছবিটি ডাবল ডিজিট ছুঁতে পারল না বলেই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।

সচনিল্কের তরফে তাঁদের রিপোর্টে জানানো হয়, 'প্রথম চারদিন বক্স অফিসে ড্রিম গার্ল ২ ভালোই ফল করেছে। এই চারদিনে ছবিটি মোট ৪৬.১৩ কোটি টাকা আয় করেছে।' কিন্তু পঞ্চম দিন কত রোজগার করল আয়ুষ্মানের ছবি?

যেমনটা আগেই বলছিলাম মঙ্গলবার, অর্থাৎ পঞ্চম দিন এই ছবি ডাবল ডিজিট ছুঁতে পারেনি। মাত্র ৫.৭০ কোটি টাকা আয় করেছে ভারতে। এমনটাই আর্লি এস্টিমেট থেকে জানা যাচ্ছে। মঙ্গলবার গোটা ভারত জুড়ে এই ছবিটি যে যে হলে চলছে সেখানে ১৭.৬৭ শতাংশ আসন ভর্তি হয়েছিল। ফলে বুঝতেই পারছেন অঙ্কটা।

ড্রিম গার্ল ২ এর মোট আয়

এবার এক ঝলকে দেখে নিন কবে এই ছবি কত টাকা রোজগার করেছিল? শুক্রবার বক্স অফিসে ছবিটি ১০.৬৯ কোটি টাকা আয় করে। এরপর শনি এবং রবিবার আয়ুষ্মান খুরানার ছবি যথাক্রমে ১৪.০৩ কোটি এবং ১৬ কোটি টাকা আয় করেছে। চতুর্থ দিন অর্থাৎ সোমবার সেটা এক ধাক্কায় কমে হয় ৫.৪২ কোটি। আর মঙ্গলবার এই ছবিটি মোটামুটি ৫.৭০ কোটি আয় করেছে যা সোমবারের তুলনায় সামান্য বেশি। অর্থাৎ এই পাঁচদিনে এটি মোট ৫১.৮৩ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন: কেমন হয়েছে ‘ড্রিম গার্ল ২’, প্রথম দিন সিনেমা দেখে বেরিয়ে কী বলছেন দর্শকেরা

ড্রিম গার্ল ২ প্রসঙ্গে

২০১৯ সালে মুক্তি পায় ড্রিম গার্ল। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি বক্স অফিসে হিট করে। তারপর রাজ শান্ডিল্যর লেখা এবং পরিচালিত এই ড্রিম গার্ল ২ গত ২৫ অগস্ট মুক্তি পায়। এই ছবিতে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে ছাড়াও আছেন অনু কাপুর, রাজপাল যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরেশ রাওয়াল, প্রমুখ।

বন্ধ করুন