বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Jahan: ২৪ কোটির আর্থিক প্রতারণার মামলা, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি

Nusrat Jahan: ২৪ কোটির আর্থিক প্রতারণার মামলা, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি

নুসরতকে তলব করল ইডি।  (Shyamal Maitra)

বসিরহাটের তৃণমূল সাংসদের নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছিল ইডি-র কাছে। এবার সেই কেসে নুসরত জাহানকে ডেকে পাঠাল ইডি। 

‘ইডি আমায় ডাকবে না’… নুসরতের গলায় এরকমই আত্মবিশ্বাস ঝড়ে পড়ছিল দিনকয়েক আগে। নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল দিনকয়েক আগে। অভিনেত্রী, বসিরহাটের তৃণমূল সাংসদের নামে অভিযোগ জমা পড়েছিল ইডি-র কাছে। বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ইডির দফতরে অভিযোগ জমা করেছিলেন। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ডাক পড়ল নুসরতের। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে তাঁকে। সঙ্গে তলব করা হয়েছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও।

সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন তিনি। আরেক ডিরেক্টর ছিলেন রাকেশ সিং। অভিযোগ, ২০১৪ সালে তাঁর সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নাম করে। ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাননি কেউ। সেই সময় তিন বছরের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আরও পড়ুন: ২৪ কোটি প্রতারণার অভিযোগ নুসরতের বিরুদ্ধে, প্রবীণ নাগরিকদের নালিশ ইডি-তে

কিছুদিন আগেই বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডা এই প্রতারণার শিকার হওয়া মানুষগুলোকে নিয়ে ইডি দফতরে গিয়ে নালিশ জানিয়ে আসেন। নুসরতের বিরুদ্ধে অভিযোগ ওঠেন, অবসরপ্রাপ্ত ব্যঙ্ক কর্মীদের টাকা মেরে তিনি নিজের ফ্ল্যাট কিনেছেন। আরও পড়ুন: 'ঋণ নিয়েছিলাম, সুদ সমেত ফেরত দিয়েছি', বললেন নুসরত, আধঘণ্টারও কম সময়ের সাংবাদিক সম্মেলনে এড়ালেন বহু প্রশ্ন

এর আগে, এই অভিযোগ ওঠার পরপরই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরত জাহান। যেখানে তিনি দাবি করেছিলেন, যে সংস্থা ঘিরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কেনেন, আর তার ঋণ, তিনি সুদ সমেত ফিরিয়েও দেন। নুসরত টাকার অঙ্কে হিসেব দিয়ে জানান, ‘১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা’ তিনি ঋণ নিয়েছিলেন, ২০১৭-র ৬ মে সুদ সহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরৎ দিই এই কোম্পানিকে'। সঙ্গে দাবি করেন, ২০১৭-র ১ মার্চ তিনি রিজাইন করেছিলেন সেই কোম্পানি থেকে। আরও পড়ুন: ভুল তথ্য নুসরতের, তাঁর সংস্থা থেকে ১ কোটি ঋণ নেননি, দাবি ‘ফ্ল্যাট প্রতারক’-র

এদিকে, রাকেশ সিং-এর পর দাবি করেন সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের থেকে কোনও ঋণই নাকি দেওয়া হয়নি নুসরত জাহানকে। নুসরতের বক্তব্যে হতভম্ব হয়ে গিয়েছেন বলেও জানান তিনি। এখন দেখার, ইডি-র তদন্তে আর কত জলঘোলা হয় গোটা ঘটনার। নতুন কোন কোন দিক আসে সামনে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌ইহা পে আরজি কর হো জায়েগা’‌, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি মদ খেয়ে ডিউটি করলে কঠোরতম শাস্তি, পুলিশ, সিভিক, জিআরপির জন্য কড়া নির্দেশিকা লাখ টাকার পুরস্কার জিতেও ভাগ্য সহায় নয়! যে কারণে পুরস্কার বাতিল করল কোম্পানি উত্তরবঙ্গ লবির কর্তা নাকি প্রধান বিচারপতির ‘আত্মীয়’! দাবি করে গ্রেফতার যুবক ৭৮ এই থামল কণ্ঠ, না ফেরার দেশে দূরদর্শন-আকাশবাণীর সংবাদ পাঠিকা ছন্দা সেন মৃত্যুর আগে শেষ ফোন দুই মেয়ে মালাইকা ও অমৃতাকেই করেছিলেন অনিল! কী কথা হয়? কলম্বিয়ার বিরুদ্ধে হার, মেজাজ হারিয়ে ক্যামেরাম্যানকে সপাটে ‘চড়’ এমি মার্টিনেজের! কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা আরজি কর আবহেই সবুজ ঝড়, তৃণমূলের দখলে আরও একটি সমবায় সমিতি 'মুখ্যমন্ত্রীই এড়িয়ে যাচ্ছেন বৈঠক…', সরকারকে পালটা হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.