Nusrat Jahan Fraud Case: ২৪ কোটি প্রতারণার অভিযোগ নুসরতের বিরুদ্ধে, প্রবীণ নাগরিকদের নালিশ ইডি-তে
Updated: 01 Aug 2023, 06:45 AM ISTতৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সরব হল রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন নুসরত। এই আবহে 'প্রতারিত ব্যক্তিরা' অভিযোগ জানিয়েছেন সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টেটে।
পরবর্তী ফটো গ্যালারি