বাংলা নিউজ > বায়োস্কোপ > বর-বউকে ছেড়ে প্রতিযোগীদের থাকতে হবে অন্য কারও সঙ্গে? এমন শো-এর সঞ্চালনায় কঙ্গনা

বর-বউকে ছেড়ে প্রতিযোগীদের থাকতে হবে অন্য কারও সঙ্গে? এমন শো-এর সঞ্চালনায় কঙ্গনা

একতা-কঙ্গনা।

নয়া রিয়েলিটি শো-এর ঘোষণা করা হল একতা কাপুরের তরফে।

রিয়েলিটি শো মানেই উত্তেজনার ও টিআরপির পারদ দুইই চড়ার সম্ভাবনা প্রবল। সুতরাং ব্যবসার নিরিখে যা এককথায় দারুণ। 'বিগ বস'-এর জ্বর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তামাম দর্শককুল, এর মধ্যেই এক জমজমাট, নয়া রিয়েলিটি শো-এর ঘোষণা করা হল একতা কাপুরের তরফে। জানালেন, ভারতীয় ছোটপর্দার ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক রিয়েলিটি শো নিয়ে হাজির হচ্ছেন তিনি। আশা করা হচ্ছে শো-এর আনুষ্ঠানিক বিবৃতিও আজকের মধ্যেই পেশ করবেন একতা।

তবে চমকের শেষ এখানেই নয়। রিয়েলিটি শো-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হন তাঁর হোস্ট বা সঞ্চালক। শো-এর ফর্ম্যাট তো বটেই তবে সঞ্চালকও যদি জবরদস্ত হন তাহলে আখেরে সেই শো-এর ক্ষেত্রেই তা সোনায় সোহাগা। উডহরণ হিসেবে বলা যায় 'বিগ বস'-এর নাম। বর্তমানে সলমন খানকে ছাড়া হিন্দি বিগ বস ভাবাটাই দুঃসাধ্য। শো-এর অর্ধেক টিআরপি তো তিনি তুলে আনেন। ঠিক তেমনই তাঁর এই নয়া রিয়েলিটি শো-এর সঞ্চালক হিসেবে কঙ্গনা রানাওয়াতকে বেছে নিয়েছেন একতা কাপুর। এই শো-এর মাধ্যমেই সঞ্চালক হিসেবে নিজের ডেবিউ করতে চলেছেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন'।

বি-টাউনে জোর ফিসফাস, আমেরিকার রিয়ালিটি শো Temptation Island-এর আদলেই নাকি তৈরি করা হয়েছে এই শো-এর ফর্ম্যাট। ৮ থেকে ১০ সপ্তাহ জুড়ে চলবে এই শো।বিবাহিত জুটি থাকরা পাশাপাশি 'সিঙ্গল' প্রতিযোগীরাও থাকবেন। শোয়ে বিবাহিত নারী পুরুষকে সঙ্গী বদল করে থাকতে বলা হবে সিঙ্গল কারও সঙ্গে। প্রতিযোগীদের প্রায় সমস্ত মুহূর্ত সবসময় বন্দি করে রাখা হবে অজস্র ক্যামেরায়। শো-এর ফর্ম্যাট যেমন সাহসী, তার উপর সঞ্চালক হিসেবে কঙ্গনা। সুতরাং, এই শো-এর থেকে যদি দর্শককুল বিস্ফোরক কিছু আশা করে, তাহলে যে তাঁরা পুরোপুরি ঠকবেন না সেকথা বলাই যায়। এর উপর ওটিটি প্ল্যাটফর্ম Alt Balaji & MX Player-এ দেখানো হবে। ফলে থাকছে না সেন্সরের কাঁচিও। কানাঘুষোয় শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হবে এই 'দুঃসাহসিক' রিয়েলিটি শো।

বন্ধ করুন