পিছিয়ে গেল ২০২৩ সালের এমি অ্যাওয়ার্ড। টিভি জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার হল এমি অ্যাওয়ার্ড। ৭৫তম বার্ষিক অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার কথা ছিল ১৮ সেপ্টেম্বরে। তবে হলিউডে চলা শিল্পী ও কলা কুশলীদের ধর্মঘটের কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে। টেলিভিশন একাডেমি এবং ফক্স যৌথভাবে বৃহস্পতিবার ঘোষণা করেছে যে টেলিকাস্টটি ২০২৪ সলের ১৫ জানুয়ারি সম্প্রচারিত হবে।
অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ‘এমি অ্যাওয়ার্ডস এবার যেহেতু ৭৫তম বছরে পা রাখল তাই এলএ লাইভের পিকক থিয়েটার থেকে ফক্স কোস্ট টু কোস্টে লাইভ সম্প্রচার হওয়ার কথা রয়েছে। গোটা বছর ধরে দুর্দান্তভাবে কাজ করে যাওয়া লেখক, পরিচালক, যারা দর্শকদের বিনোদন দিয়েছেন, জুড়ে রেখেছেন তাঁদের সম্মান জানানো হবে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে।’
এমির এই ঘোষণা আসে এমটিভি-র তরফে 2023 MTV Video Music Awards-এর নমিনেশনের তালিকা ঘোষণা হওয়ার পরেই। যদিও এমটিভি তাদের সম্প্রচারের সময়ে কোনও বদল আনেনি। তা পূর্বনিধারিত অনুযায়ী ১২ সেপ্টেম্বরই রাখা হয়েছে।
২ মে থেকে হলিউডের তারকারা নেমেছেন ধর্মঘটে। ৬৩ বছরে এই প্রথম একাধিক দাবিতে সোচ্চার হয়েছেন সেখানকার কলাকুশলী, অভিনেতা, পরিচালকরা। ধর্মঘটে নামা হলিউডের অভিনেতাদের সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা SAG এবং AFTRA-র তরফে একাধিক দাবি জানানো হয়েছে। বলা হয়েছে- ৩৫ বছরে ন্যূনতম বেতনের স্তরে সর্বোচ্চ শতাংশ হারে বৃদ্ধি, পেনশন এবং স্বাস্থ্যসেবা বিমাগুলতেও উল্লেখযোগ্য বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা দিতে হবে। বড় বাজেটের স্ট্রিমিং শো থেকে প্রদত্ত বিদেশী অবশিষ্টাংশে ৭৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। তাঁদের দাবি কোনওভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কম্পিউটার জেনারেটেড চেহারা বা কণ্ঠশিল্পীদের বদলে অন্যভাবে কিছু ব্যবহার করা যাবে না।
প্রসঙ্গত, গত বছরের এমি অনুষ্ঠিত হয়েছিল মাইক্রোসফট থিয়েটারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা-র হাতে এমি তুলে দেওয়া হয়েছিল ২০২২ সালে। নেটফ্লিক্সের শো ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’-এ তিনি কণ্ঠ দিয়েছিলেন। সেই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ অলংকৃত করা কোনও ব্যক্তিত্ব টিভিতে বিনোদনের কাজ করে এমি পান।