জানুয়ারি মাসেই হিরে ব্যবসায়ী স্বামী ভরত তখতানির থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেন এষা দেওল। বিয়ে ভেঙে বেরিয়ে আসার পর থেকে আপাতত কাজে মন দিয়েছেন ধর্মেন্দ্র-কন্যা। সঙ্গে নিজেকে নতুন করে ভালোবাসছেন। রাধ্যা আর মীরায়াকে নিয়ে মম্মি ডিউটি তো রয়েইছে।
ছাদ বাগানে তোলা একটি সেলফি ভিডিয়ো ভাগ করে নিলেন এষা সামাজিক মাধ্যমে। আর ক্যাপশনে জুড়লেন, ‘প্রকৃতি মা। কংক্রিটের জঙ্গলে বাস করার ক্ষেত্রে, আপনার চারপাশ গাছপালায় ঘিরে থাকা এবং আকাশের নীচে এবং ঘাসের কাছাকাছি নিজের শান্তির জায়গাটি খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ!’
আরও পড়ুন: টপার না হলেও, হিট বঁধুয়া! প্রথম স্থানে নিম ফুলের মধু না জগদ্ধাত্রী
সাদা রঙের পোশাকে দেখা গেল এষাকে। একজন কমেন্টে লিখলেন, ‘ডুপ্লিকেট হেমাজি।’ দ্বিতীয় জনের মন্তব্য, ‘আপনার কি একেবারেই ভ্রু নেই, এভাবে মোটা করে এঁকেছেন’! তৃতীয়জন লিখলেন, ‘বাড়িতেও এত মেকআপ’!
আরও পড়ুন: ‘না বলা কথা…’! ছেলের ছবি দিলেন মোহর, হাতে হাত রাখলেন দুর্নিবার-পত্নী, দেখুন
ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা। আর এই বিয়ে থেকেই দুই কন্যা সন্তানের মা-বাবা হন তাঁরা। এষা বড়। প্রথমে শোনা গিয়েছিল, মেয়ের ডিভোর্স নাকি আঘাত দিয়েছে ধর্মেন্দ্রর মনে। তবে পরে দেওল পরিবারের এক ঘনিষ্ঠ সেটিকে গুজব বলেই দাবি করে।
টাইমস নাউ-এর একটি প্রতিবেদন অনুসারে, দেওল পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করেছে যে ধর্মেন্দ্র কখনোই তাঁর সন্তানদের ব্যক্তিগত বিষয়ে মাথা গলান না এবং কারও সঙ্গে এষাকে নিয়ে আলোচনাও করেননি। শুধু তাই নয়, বর্ষীয়ান অভিনেতা শুধু চান যাতে তাঁর মেয়ে ভালো থাকে। কখনোই চাননি, বিয়ে ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। সূত্রটি আরও উল্লেখ করেছে যে দেওল পরিবারের কেউই ভরত এবং এশার বিচ্ছেদে বিষ্মিত হয়নি।
আরও পড়ুন: নবনীতাকে ডিভোর্স দিয়েই দ্বিতীয় বিয়ে জিতুর! ‘পরিবার আসলে…’, অনিচ্ছুক অভিনেতা?
এষা আর ভরত চিনতেন একে-অপরকে ছোট থেকেই। তবে মাঝে কোনও এক ভুল বোঝাবুঝির কারণে তারা আলাদা হয়েছিলেন। এষা নিজের বিয়ের ভিডিয়োতেই জানিয়েছিলেন, সেই মজার কথা! রোম্যান্স শুরু হয়েছিল তখন, যখন স্কুলে পড়েন। তবে একদিন ভরত ধরে ফেলেছিলেন এষার হাত। যা পছন্দ হয়নি হেমা-কন্যার। প্রেমিক গায়ে পড়া ভেবে নিজেকে সরিয়ে নেন। এরপর ১০ বছর পর কোনও এখ অনুষ্ঠানে ফের মুখোমুখি হন। আর তখন ফের দানা বাঁধে প্রেম। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভরত করেননি আর এক ভুল। হাত ধরার আগে নিয়েছিলেন অনুমতি!