‘কে যে কোথায় পাবে কার মনের হদিশ? থাকে বুকেই চাপা, ভালোবাসার নদী…’,অনুরাগের ছোঁয়া ভক্তদের জন্য এই লাইন খুব চেনা। সিরিয়ালের গানের এই কথা কি সত্যি হচ্ছে সূর্য আর উর্মি মানে দিব্যজ্যোতি আর সৌমিলির জীবনে? টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফিসানি। আরও পড়ুন-নতুন প্রেমের চর্চা, উর্মির সঙ্গে জিন্দা বান্দায় চুটিয়ে নাচ সূর্যর! রইল ভিডিয়ো
সূর্য ও তাঁর 'ভাইয়ের বউ' উর্মির অফস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা প্রবল। শুক্রবারও ইনস্টায় সৌমিলির সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন দিব্যজ্যোতি। যা দেখে নেটপাড়ায় মন্তব্যের বন্যা। এক ভক্ত লেখেন, ‘আর কতদিন সত্যিটা লুকোবে। বলেই দাও না, ভাইয়ের বউ নয়, তোমার হবু বউ’। দুজনের জুটিকে দারুণ লাগছে একথাও বলে অনেকে।
কিন্তু এই কেমিস্ট্রির পিছনের সত্যিটা কী? সৌমিলি আর দিব্যজ্যোতি বাস্তবে কি শুধুই বন্ধু না আরও বেশিকিছু। এই ব্যাপারে জানতে হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল সৌমিলির সঙ্গে। টেলিপাড়ার এই সুন্দরী নায়িকা বললেন, ‘(শুরুতেই হাসি) এটা নিয়ে আলাদা করে কী বলব। কিছু জিনিস থাক আলাদা করা’। তাহলে দিব্য়জ্যোতি আর সৌমিলি কি শুধুই ভালো বন্ধু? মুচকি হেসে জবাব দিলেন, ‘সবকিছুর শুরুটা তো ভালো বন্ধুত্ব দিয়েই হয়। আপতত আমরা ভালো বন্ধু, এইটুকুই বলব। এখনও আমি সিঙ্গলই আছি।’
মুখে সৌমিলি যতই নিজেকে সিঙ্গল বলে দাবি করুন না কেন, অনুরাগীরা দিব্যজ্যোতির সঙ্গে তাঁর কেমিস্ট্রিকে উপেক্ষা করতে পারছে না। ভবিষ্যতে কি এই বন্ধুত্বে নতুন রঙ লাগতে পারে? প্রশ্নের জবাবে কেবলই হাসলেন সৌমিলি।
দিব্যজ্যোতির পোস্ট করা ছবিতে বেগুনি রঙা ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসে সৌমিলি, পাশে সাদা ডেনিম আর ঘন কালো শার্টে দিব্যজ্যোতি। ক্যামেরায় চোখ নায়িকার, দিব্যজ্যোতি অবশ্য দেখছেন অন্য় দিকে। আজকাল সোশ্যালে মাঝেমধ্যেই দিব্যজ্যোতির সঙ্গে ছবি পোস্ট করেন সৌমিলি। ইনস্টায় সেই ছবি পোস্ট করতেই হু হু করে ভাইরাল। শুধু উর্মির সঙ্গে ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি সূর্য, বরং নিজেদের জুটির নামকরণ করেছেন, ‘সূর্য+ উর্মি= সূর্মি’। ঘটানাচক্রে গল্পের শুরুতে দেখানো হয়েছিল ছেলের বউ হিসাবে উর্মিকেই পছন্দ করেন সূর্যর মা। তবে সূর্য উর্মির সৎ দিদিকে বিয়ের প্রস্তাব দেয়। পর্দায় সূর্য আর উর্মির এর হওয়া অসম্পূর্ণ থাকলেও রিল লাইফে সেই সম্ভাবনা এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামিতে এই বন্ধুত্বের রঙ বদল হবে নাকি নতুন রঙের ছোঁয়া লাগবে, সেটাই এখন দেখার।