প্রয়াত সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক সৌমেন্দু রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সত্যজিৎ ছাড়াও কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, রাজা সেনের মতো পরিচালকের সঙ্গে। সৌমেন্দুর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
১৯৫৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় সৌমেন্দুর (জন্ম ১৯৩২)। সত্যজিতের প্রথম ছবি ‘পথের পাঁচালী’তে সৌমেন্দু ছিলেন সুব্রত মিত্রের সহকারী। এরপর ১৯৬১ সালে স্বাধীনভাবে সত্যজিতের সঙ্গে কাজ শুরু তিন কন্যা দিয়ে। সুব্রত মিত্র তখন চোখের সমস্যার কারণে কাজ করা থেকে বিরতি নিয়েছিলেন। যদিও তিনি এর আগে সত্যজিৎ রায়ের ডকুমেন্টারি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যুট করেছিলেন। সত্যজিতের সঙ্গে মোট ১৫টি ছবি করেছিলেন সৌমেন্দুবাবু। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার-সহ বহু সম্মান।
রূপকলা কেন্দ্রের সিনেম্য়াটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায়। সত্যজিৎ সহ বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজের সময়কার খুঁটিনাটি তথ্য সংবলিত ডায়েরি, কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্যের কপি, শুটিং স্টিলের ডিজিটাল কপি তিনি ‘জীবনস্মৃতি’ নামের একটি সংস্থার হাতে তুলে দিয়েছেন। যাতে তা গবেষকদের কাজে লাগে পরবর্তী সময়ে। তার উপর একটি ৭২ মিনিটের তথ্যচিত্রও নির্মান করেছিলেন অরিন্দম সাহা সরদার ২০০৭ সালে, নাম ‘সৌমেন্দু রায়’।
জানা যাচ্ছে, বিয়ে করেননি সৌমেন্দুবাবু। দাদার সঙ্গেই থাকতেন। আর মেতে থাকতেন সিনেমা, সিনেমা সংক্রান্ত পড়াশোনা আর ছাত্রছাত্রীদের নিয়ে। বার্ধক্যজনিত সমস্যাতে ভুগছিলেন। বুধবার বেলা গড়াতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি সিনেমাটোগ্রাফার। থেকে গেল তাঁর অবিষ্মরণীয় সব কাজ।