গদর ২ মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে ২০ দিন পেরিয়ে গিয়েছে। তবুও বক্স অফিসে এখনও তেজি ঘোড়ার মতো দৌড়ে চলেছে এই ছবি। ২০ তম দিনেও অনিল শর্মা পরিচালিত এবং সানি দেওল অভিনীত এই ছবি মোটামুটি ভালোই ব্যবসা করল। মঙ্গলবারের তুলনায় বুধবার, রাখির দিন এই ছবির আয় প্রায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী এদিন এই ছবি ৮.৭৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ ২০ দিনে মোট ৪৭৪.৫ কোটি টাকা আয় করল গদর ২।
গদর ২ বক্স অফিস কালেকশন
গত ১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২। গদর এক প্রেম কথা ছবিটির প্রায় ২২ বছর পর মুক্তি পায় এটির সিকুয়েল। তবুও প্রথমদিন ৪০ কোটি টাকা আয় করে ছবি। প্রথম সপ্তাহে সেটা বেড়ে দাঁড়ায় ২৮৪ কোটি টাকায়। পাঠান ছবির পর এটাই এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি। দ্বিতীয় সপ্তাহে এটি ১৩৪ কোটি টাকা আয় করে। এখন টুকটুক করে চলতে চলতে ছবিটি প্রায় ৫০০ কোটির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এখন এটার লক্ষ্য পাঠান এবং বাহুবলি দ্য কনক্লুশনের আয়কে টপকে যাওয়া।
আরও পড়ুন: ভাইদের সঙ্গে ছবি ভাইরাল হতেই এবার রাখি পরানোর গল্প বললেন এষা দেওল
আরও পড়ুন: 'গদর ৩' আসছে জানতেনই না পর্দার মুসকান! ছবি দেখে চমকে উঠে কী বলেছিলেন সিমরত?
এই বিষয়ে বলে রাখা ভালো সোমবার এই ছবির আয় এক ধাক্কায় কমে ৪.৬ কোটি টাকা হয়েছিল। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৫.১ কোটি। আর বুধবার সেটা আবারও বাড়ে। এবং এদিন এটি ৮.৭৫ কোটি টাকা আয় করে। প্রসঙ্গত গদর ২ নির্মাতাদের তরফে এদিন একটি বিশেষ অফার দেওয়া হয়। বলা হয় এদিন দুটো টিকিট কাটলে দুটো টিকিট ফ্রি পাওয়া যাবে। জি স্টুডিয়োজের তরফে এই ঘোষণা করা হয়েছিল।
গদর ২ প্রসঙ্গে
এই ছবিতে মুখ্য ভূমিকায় সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌর আছেন। এখানে আবারও তারা সিং হয়ে ধরা দিয়েছেন সানি এবং সকিনার চরিত্রে দেখা গিয়েছে আমিশাকে। এই ছবিতে দেখানো হয় পাকিস্তানে জিতে অর্থাৎ তারার ছেলেকে বন্দি বানানো হলে সে কীভাবে ছেলেকে উদ্ধার করে আনে।