বাংলা নিউজ > বায়োস্কোপ > Gauri Elo Last Episode: শেষ দিনে বড় চমক গৌরী এলো-তে, বড় রহস্যের মুখোমুখি, তারা-র প্রাণ কি আদৌ বাঁচবে?

Gauri Elo Last Episode: শেষ দিনে বড় চমক গৌরী এলো-তে, বড় রহস্যের মুখোমুখি, তারা-র প্রাণ কি আদৌ বাঁচবে?

কী হবে গৌরী এলো-র শেষ এপিসোডে?

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এলো-র পথ চলা। দু বছর হওয়ার আগেই বন্ধ হতে চলল ইশান আর গৌরীর পথচলা। দেখুন কী হবে শেষ এপিসোডে-

একসময় টিআরপি-র সেরা ৩-এ জায়গা পাকা ছিল গৌরী এলো-র। এমনকী, বেঙ্গল টপারও হয়েছিল এই মেগা। তবে ক্রমাগত স্লট বদল বদলে দেয় ভাগ্য। টিআরপি কমে হারায় স্লট। আর এখন তো বন্ধ হওয়ার পালা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শেষ দিনের শ্যুট। ২৪ নভেম্বর রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি দেখুন ইশান আর গৌরীকে। 

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে রসময়ের আক্রমণে গুরুতর আহত তারা। শুধু তাই নয়, বাঁচার আশা-ও নেই বললেই চলে। অন্য দিকে, গৌরী-সহ গোটা ঘোষাল পরিবার তাদের নিজের বাড়ি থেকে হয়েছে বিতারিত। কীভাবে রসময়ের পাপের বিনাস করে গোটা পরিবারকে বাঁচাবে গৌরী? অন্য দিকে, মেয়েকে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখে কি আদৌ ভগবানে বিশ্বাস ফিরবে ইশানের? হবে কি সে ভগবানের দ্বারস্থ? শেষ সময়ে, গৌরী শেষ সময়ে এসে তাঁর জীবনের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হবে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এলো-র পথ চলা। শুরু থেকেই আধ্যাত্ম আর প্রেমের মেলবন্ধন করেছিল এই মেগা। দর্শক মনে জায়গা করে নিয়েছিল ইশান আর গৌরীর কেমিস্ট্রি। চলতি বছরের পয়লা জুন ‘অনুরাগের ছোঁয়া’ আর ‘জগদ্ধাত্রী’র একচেটিয়া আধিপত্যে ভাগ বসিয়ে বেঙ্গল টপার হয়েছিল গৌরী এলো। আর সেদিনই জি বাংলার তরফে হঠাৎই বদলে দেওয়া হয়েছিল গৌরী-র স্লট। যার কারণ ছিল ফুলকি সিরিয়ালটি। জি বাংলা প্রোডাকশনের থেকে আসা ফুলকিকে প্রাইম টাইম দিতে সরে যেতে হয় গৌরীকে। পাঠিয়ে দেওয়া হয় বিকেলের স্লটে রামপ্রসাদের বিপরীতে। এখানেই শেষ নয়, অক্টোবরে ফের একবার সরিয়ে দেওয়া হয় একেবার রাতের স্লটে।

শেষ দিনের শ্যুটে চোখের জলে ভেসেছিল গোটা সেট। ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে দেখা যায় গৌরী ওরফে মোহনা মাইতিকে। সহ-অভিনেত্রীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা কর ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ঋষিতা ওরফে গৌরী-র অনস্ক্রিন মেয়ে তারাও থামাতে পারছিল না কান্না।

অনেকদিন থেকেই গৌরী এলো বন্ধের খবর ছিল। সেই সময় ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নিজেকে গ্ল্যামারের দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখবেন কদিন। বিশ্বরূপ বলেন, ‘একটা চরিত্র শেষের পর অন্য একটা চরিত্রে নিজেকে ঢেলে নিতে একটু সময় লাগে। সেই সময়টা আমি নিজের গ্রাম পুরুলিয়ার মানুষদের জন্য কিছু করতে চাই।’

আর মোহনা জানান, ‘একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হয়েছে। ওখান থেকে আগে ঘুরে আসি তারপর দেখি কী করি। কোনও ভালো অফার পেলে সেটা করব।’ খবর রয়েছে, জি-এর পর স্টার জলসার সিরিয়ালের অফার পেয়েছে মোহনা। যদিও এখনও তাতে সম্মতি দেননি তিনি। 

 

বন্ধ করুন