এবার জিতলেই হ্যাটট্রিক! ঘাসফুল শিবিরের হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী দীপক অধিকারি ওরফে টলি সুপারস্টার দেব। ভোটের বাদ্যি বাজার ঠিক আগে দেব ইঙ্গিত দিয়েছিলেন এবার ভোটে লড়বেন না তিনি, রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিতে চান। কিন্তু কয়েক ঘন্টা পরেই সুর বদলান নায়ক। নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। যার শেষ দেব বলেছিলেন, ‘রাজনীতি আমাকে ছাড়বে না’।
নুসরত-মিমির মতো তারকা সাংসদে আস্থা হারালেও মমতা কিন্তু আস্থা রেখেছেন দেবে। তাঁর বিশ্বাস ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও দেবের হাত ধরেই ফুটবে ঘাসফুল। এবার ঘাটালে মূলত তারকা বনাম তারকার লড়াই। বিজেপির হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবের ইন্ডাস্ট্রির সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়। গরুপাচার-সহ একাধিক দুর্নীতির মামলায় দেবকে আক্রমণ শানাতে ছাড়ছেন না হিরণ।
পাঁশকুড়ায় প্রচারের পর ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন দেব। নির্বাচনী প্রচারের ময়দানে বরাবরই ব্যতিক্রমী দেব। এবারও জোর গলায় বললেন, 'যদি মনে হয়, আমি ১০ বছরে সাংসদ হিসাবে কাজ করেছি, তা হলে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে আগামী ২৫ মে।’ দাসপুরের মানুষকে রাজনীতি বোঝাতে বা শেখাতে হবে না, জানান তৃণমূলের বিদায়ী সাংসদ। বলেন, যদি তাঁরা মনে করেন দেব সাংসদ হিসাবে কাজ করতে পেরেছেন তবেই ভোট দেবেন।
এদিন প্রচারসভার পাশাপাশি দাসপুর এলাকায় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল প্রার্থী। প্রচারসভায় দেব জানান প্রাথমিকভাবে ভোটে না লড়ার সিদ্ধান্তে কেন বদল আনলেন। তারকা প্রার্থী বলেন, ‘দিদিকে আর ‘না’ বলতে পারিনি। মানুষের ভাল করার জন্য আবার নির্বাচনের ময়দানে আমি। আর আমি এক টাকাও নিয়ে যাইনি। পাশে থাকার চেষ্টা করেছি মানুষের। আগামিদিনেও পাশে থাকব।’
দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ। তবে গত ১০ বছরে বিরোধীদের নিয়ে কোনওদিনই নোংরা রাজনীতির খেলায় নামেননি দেব। এবারও চুপ তিনি। হিরণকে নিয়ে প্রশ্ন করলে শুধু হাসিমুখ দেখা মিলছে তাঁর। টিভি নাইনকে হিরণ বলেন, ‘আগে নাটক ছিল ভোটে দাঁড়াব না। যেই মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে ১২০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেব, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, ৩০% কাটমানি মানে ৩৬০ কোটি টাকা’।
কিন্তু সৌজন্যের রাজনীতি থেকে সরতে না-রাজ দেব। তাঁর কথায়,'নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি কাজে বিশ্বাস করি। গত ১০ বছর সবাইকে ভাল রাখার চেষ্টা করেছি। কখনও কাউকে খারাপ কথা বলিনি।’ ইডি-সিবিআইয়ের তলব প্রসঙ্গে দেবের স্পষ্ট কথা, ‘আমি কারুর থেকে এক টাকা নিইনি। প্রমাণ থাকলে গিয়ে ইডি-সিবিআইকে দিয়ে আসুন। আমি তো কারুর ভয়ে দল বদল করিনি’।