গত কয়েকদিন ধরেই খবরে রয়েছেন গোবিন্দা। সম্প্রতি তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সদস্যপদ নিয়েছেন। এখন গোবিন্দার স্টারডম অনেকখানিই কমেছে। তবে ফ্যান ফলোইং বেশ জোরদার। অনেকে এখনও চান, বলিপাড়ার এই সুপারস্টারের জীবনের অজানা জিনিস জেনে নিতে।
গোবিন্দা তাঁর দীর্ঘ কেরিয়ারে বহু অভিনেত্রী তার সঙ্গে কাজ করেছিলেন। যাদের মধ্যে একজন দিব্যা ভারতী। দুটি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। দিব্যা ভারতী নিজেও ছিলেন একজন তারকা অভিনেত্রী। অভিনেতারা যেমন তাঁকে হিরোইন হিসেবে পেতে চাইত, তেমন দর্শকদের মধ্যেও ছিল তাঁকে নিয়ে উন্মাদনা। তাঁর সময়ের সবচেয়ে দামি অভিনেত্রী ছিলেন দিব্যা। আর এই সুন্দরীর উপরই ক্রাশ ছিল গোবিন্দার।
আরও পড়ুন: পার্টিতে কীভাবে সাপের বিষ সরবারহ করতেন এলভিশ? চার্জশিটে উঠে এল চমকপ্রদ তথ্য
স্টারডাস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিব্যা ভারতীর প্রতি তাঁর অনুভূতি নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন গোবিন্দ। জানান, সেই সময় সুনীতার সঙ্গে বিয়ে হলেও, তিনি দিব্যাকে ভালোবেসেছিলেন। তিনি দিব্যার সুন্দর চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বেমুগ্ধ হয়েছিলেন।
জুহি চাওলা এবং দিব্যা ভারতীর জন্য মন যে নরম ছিল, তা স্বীকার করে নেন গোবিন্দ। অবশ্য জানতেন, এসব কানে এলে স্ত্রী সুনীতা রাগ করতে পারে। তিনি সেই সাক্ষাৎকারে, দিব্যাকে আকর্ষণীয় বলে বর্ণনা করেছেন। নব্বইয়ের দশকে, গোবিন্দার নাম দিব্যা ভারতী-সহ অনেক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিল।
আরও পড়ুন: লাভ সেক্স অর ধোকা ২-তে মুখ্য চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বনিতা, মিলল সাবাশি
গোবিন্দ ও দিব্যা ভারতী 'শোলা অর শবনম' এবং 'জান সে প্যায়ারা' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এছাড়া দুজনের 'আন্দোলন' ছবিতেও কাজ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিনেমার কাজ শুরুর আগেই দিব্যা মারা যান। মাত্র ১৯ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান বলিউডের এই সুন্দরী নায়িকা। ১৯৯৩ সালের ৫ এপ্রিল নিজের অ্যাপার্টমেন্ট থেকে পড়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুর কারণ আজও রহস্য রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘সানা এসে বলল, আমি একে ভালোবাসি, তুমি…’, প্রশ্ন পায়েলের! মাথা নেড়ে ‘না’ সৌরভের
১৯৮৭ সালে সুনীতার বয়স যখন ১৮ বছর এবং গোবিন্দার ২৪ বছর, তাঁরা বিয়ে করে নেন। তবে প্রথম সন্তান টিনার জন্মের ঠিক আগে সে খবর সামনে এসেছিলেন। প্রায় দু বছর গোপনে ছিল তাঁদের বিয়ের খবর। তাঁদের একটি ছেলেও রয়েছে একত্রে, হর্ষবর্ধন।