বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: প্রতিবেশির ছাদ থেকে ‘গোপন’ আলিয়ার ছবি লেন্সবন্দি! রেগে লাল রণবীর ঘরণী, পাশে পেলেন অনুষ্কাকে

Alia Bhatt: প্রতিবেশির ছাদ থেকে ‘গোপন’ আলিয়ার ছবি লেন্সবন্দি! রেগে লাল রণবীর ঘরণী, পাশে পেলেন অনুষ্কাকে

আলিয়া ভাট

Alia Bhatt: ‘মনে হল কেউ আমার উপর নজর রাখছে…’, নেটমাধ্যমে ছড়িয়ে পড়ল আলিয়ার ঘরের ব্যক্তিগত ছবি। সংবাদমাধ্যমের উপর ক্ষোভ উগরে দিলেন রণবীর ঘরণী। 

মিডিয়ার ক্যামেরা হামেশাই পিছু ধাওয়া করে সেলেবদের। তবে ঘরের ভিতরেও দু-দণ্ড শান্তি নেই বলি-নায়িকা আলিয়া ভাটের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাড়ির ভিতরে নিত্যদিনের কাজে ব্যস্ত নতুন মা আলিয়ার ছবি ফাঁস করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এতেই চটে লাল রাহার মা। নিজের গোপনীয়তা, মেয়ের সুরক্ষা নিয়ে স্বভাবতই চিন্তিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন রণবীর ঘরণী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দু-টি ছবির কোলাজ শেয়ার করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে জাল দিয়ে ঘেরা কাঁচের সুবিশাল জানালার ওপারে বাড়ির লিভিং রুমে বসে আছেন অভিনেত্রী। আলিয়া ওই সংবাদমাধ্যমের উদ্দেশে লেখেন, ‘এটা কী ইয়ার্কি করা হচ্ছে? আমি নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম লিভিং রুমের মধ্যে, তখন মনে হল আমার উপর কেউ নজরদারি করছে… আমি আশেপাশে দেখলাম, তখন দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশির বিল্ডিংয়ের ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছে!’

এরপর আলিয়া যোগ করেন, 'কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? বা কোথায় এই ধরণের কাজের অনুমতি রয়েছে? এটা কারুর গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সবকিছুর একটা সীমারেখা রয়েছে যা পার করা উচিত নয়, আজ সবটা অতিক্রম করে ফেলেছেন! নিজের পোস্টে মুম্বই পুলিশকেও ট্যাগ করেন অভিনেত্রী।

গোটা ঘটনায় আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন অর্জুন কাপুর, অনুষ্কা শর্মারাও। বছর দুয়েক আগে একই মিডিয়া হাউসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অনুষ্কা শর্মা। এদিন আলিয়াকে ট্যাগ করে অনুষ্কা লেখেন, ‘বছর দুয়েক আগে এই সংবাদমাধ্যম আমাদের সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটিয়েছিল। তখন ভেবেছিলাম এরপর ওরা শুধরে যাবে, কিন্তু না তেমন কিছুই ঘটেনি। মানুষের গোপনীয়তা সম্পর্কে ওদের ধারণা নেই। অত্যন্ত লজ্জাজনক। ওরাই একমাত্র সংবাদমাধ্যম যাদের বারংবার বলা সত্ত্বেও আমাদের মেয়ের ছবি ওরা পোস্ট করে চলেছে’।

<p>আলিয়া ও অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি</p>

আলিয়া ও অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি

গত বছর এপ্রিলে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। প্রেগন্যান্সি পিরিয়ডেও মিডিয়াকে একহাত নিয়েছেন মহেশ ভাট কন্যা। লন্ডনে ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষে হলে আলিয়াকে ফিরিয়ে আনতে সেদেশে পৌঁছাবেন রণবীর, এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে। ক্ষুব্ধ আলিয়া সেইসময় সকলের মুখ বন্ধ করতে লিখেছেন, ‘আমি কোনও বস্তু নয়, যাকে পিক-আপ করবার দরকার রয়েছে’। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কোনও ছবির শ্যুটিং শেডিউলেও কোনও হেরফের হয়নি। অভিনেত্রী হিসাবে নিজের পেশাগত দায়িত্ব সম্পর্কে তিনি ওয়াকিবহাল সে কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন আলিয়া। 

 

বন্ধ করুন