দু-দিন আগেই ছিল বলিউডের অন্যতম ভার্সেটাইল নায়িকা তাবুর জন্মদিন। ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিন সেলিব্রেট করতে 'পাজামা পার্টি'র আয়োজন করেছিলেন ফারহা খান ও শিল্পা শেট্টি। যদিও কোরিওগ্রাফার ফারহা খান ফাঁস করেন শিল্পার পরিকল্পনা ছিল তাবুর জন্মদিন নিজের রেস্তোরাঁ বাস্টিনে সেলিব্রেট করবার। কিন্তু শেষ মুহূর্তে ফারহার বাড়িতেই ঘরোয়া আয়োজনে তাবুর জন্মদিন সেলিব্রেট করলেন সকলে।
কোনও ঝাঁ চকচকে আয়োজন নয়, রাত পোশাক পরেই তাবুর জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন শিল্পা-ফারহা। চলল কেক কাটা আর খাওয়া-দাওয়ার পর্ব। সেই ছবি শেয়ার করে ফারহা ইনস্টাগ্রামে লেখেন- ‘পাজামা পার্টি…. সুন্দরী তাবুর জন্মদিন পালন, ধন্যবাদ শিল্পা… বাস্টিনে সেলিব্রেট করবার কথা দিয়ে আমার বাড়িতে এসে হাজির হয়ে যাওযার জন্য’। জবাবে শিল্পা লেখেন- ‘আরে প্রমিস তো রাখা হয়েইছে যেহেতু আফাটার পার্টিটা তো তোমার বাড়িতেই হওয়ার ছিল। শুভ জন্মদিন টিমপু মেরি জান’।
ফারহা ইনস্টাগ্রাম স্টোরিতেও বেশ কিছু সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করে জানান। সন্ধ্যা সাতটায় এই পার্টি শুরু হয়েছিল এবং রাত ১০টায় শেষ হয়। তাবুর কেক কাটার ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা। তাবুকে ফারহা কেক খাওয়াতে উদ্যোগী হলে পাশ থেকে শিল্পাকে বলতে শোনা গেল, ‘ঠেসে ঢুকিয়ে দে’।

এদিন ফারহার সঙ্গে মশকরা করতে ছাড়লেন না শিল্পা। সোশ্যাল মিডিয়ায় বন্ধুর উদ্দেশে তাঁর বার্তা, ‘তোমার বাড়িতে রাতের পার্টি মানেই ৯টার আগে খাবার খাওয়া আর ১১টা বাজলেই লাথি মেরে বার করে দেওয়া। আমারও এটাই পছন্দ যদিও’।
গত ৪ঠা নভেম্বর ৫২-য় পা দিয়েছেন তাবু। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ‘দৃশ্যম ২’ ছবিতে। সাত বছর পর ‘দৃশ্যম’-এর সিকুয়েল নিয়ে ফিরছেন অজয়, তাবুরা। ১৮ই নভেম্বর মুক্তি পাবে এই ছবি। এর পাশাপাশি অজয় দেবগণের ‘ভোলা’ এবং অর্জুন কাপুরের ‘কুত্তে’ ছবিতেও দেখা যাবে তাবুকে।