আবারও একসঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা পরিচালক জুটি। একটি সুপার ন্যাচরাল থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন। জানা গিয়েছে তাঁরা এই ছবিটির শ্যুটিং আগামী সেপ্টেম্বর থেকে শুরু করবেন। আপাতত স্ক্রিপ্টের টুকটাক যা যা পরিবর্তন দরকার সেগুলো করতেই ব্যস্ত পরিচালক। তার মাঝেই টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন যে হেরা ফেরি তাঁর জীবনে একটি বন্ধ হয়ে যাওয়া অধ্যায়।
হেরা ফেরি নিয়ে কী বললেন প্রিয়দর্শন?
আগামীতে প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয় কুমার একটি ভৌতিক ছবিতে কাজ করবেন। এই ছবিটির শ্যুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। আপাতত তাঁর টিম এবং তিনি মিলে এই ছবির স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করছেন। সেই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, 'এই ছবির কনসেপ্ট দুর্দান্ত। কিন্তু এখানে বেশ কিছু এমন জায়গা আছে যেগুলো আরও নিখুঁত করা যেতে পারে। এটি একটি সুপার ন্যাচরাল থ্রিলার ছবি। একদম শেষ পর্যন্ত দর্শকরা গোটা বিষয়টা ধরে উঠতে পারবেন না যে ছবিতে আদৌ ভূত আছে কিনা। এই জায়গাটা আমার এর অক্ষয়ের জন্য একেবারেই আনকোরা।'
আরও পড়ুন: বিয়ের আগেই কাঞ্চনের উপর ক্ষুব্ধ শ্রীময়ী? অভিযোগ করে বললেন, 'আজ পর্যন্ত ও আমায়...'
আরও পড়ুন: কেবল মিস ইন্ডিয়া সিনি শেট্টি নন, এবারের মিস ওয়ার্ল্ডের দৌড়ে আছেন মোট ৪ হিন্দিভাষী! কারা তাঁরা?
এরপর তিনি তাঁর বক্তব্যে আরও জানান, 'আমি আর এক টপিক নিয়ে কাজ করতে চাই না। এতে আমার ক্রিয়েটিভিটি নষ্ট হবে। এই জন্যই আমি হেরা ফেরি ২ তে কাজ করিনি। ফিরিয়ে দিয়েছিলাম। আমার জন্য সেই চ্যাপ্টারটা বন্ধ। আমি আর অক্ষয় একসঙ্গে বা আলাদা অনেক মজার ছবিতে কাজ করেছি। এখন এই অধরা জ্যরে কাজ করতে চাই তাই।'
আরও পড়ুন: 'এটা তোমাকেই শোভা পায়...' দিদি নম্বর ওয়ানে এসে ধামসা বাজালেন মমতা, নাচলেন রচনা - ডোনার হাত ধরে
এই ছবিটির প্রযোজনা করবেন একতা কাপুরের সংস্থা। এটির শ্যুটিং সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।